নিজস্ব প্রতিবেদন: দেশে ফের মাথাচাড়া দিয়েছে করোনা (COVID-19)। এখন প্রতিদিন আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যাচ্ছে। একাধিক রাজ্যে করোনার ঢেউ আছড়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। স্বাভাবিক ভাবেই কোভিডের থাবা পড়েছে বাইশ গজে। বিসিসিআই (BCCI) ইতিমধ্যে একাধিক ঘরোয়া টুর্নামেন্টের আসর স্থগিত করেছে। করোনা (Covid-19) বাড়বাড়ন্তে  রঞ্জি ট্রফি (Ranji Trophy), সিকে নায়ডু ট্রফি (Col C K Nayudu Trophy) ও সিনিয়র মহিলাদের টি-২০ লিগ (Senior Women’s T20 League for 2021-22) স্থগিত হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এপ্রিলে রয়েছে আইপিএল (IPL 2022) । করোনা আবহে ফের প্রশ্ন উঠেছে 'ক্রোড়পতি' লিগ নিয়ে। আদৌ কি ভারতে সম্ভব আইপিএল আয়োজন করা? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ নিয়ে কী ভাবছে বিসিসিআই? এক বেসরকারি সংবাদমাধ্য়ম বোর্ডের এক আধিকারিককে উদ্ধৃত করে লিখেছে, "আমরা সবরকম বিকল্পের কথা ভেবে রেখেছি। এরমধ্যে বিদেশের মাটিতেও আইপিএলের ভাবনা রয়েছে। কিন্তু অবশ্যই আমাদের ফোকাস থাকবে ভারতে আইপিএল আয়োজনের। আপাতত আমরা অগ্রাধিকার দিচ্ছি আইপিএল নিলামের ওপর। তারপরেই আমরা আইপিএলের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নেব।" 


আরও পড়ুন: Sourav Ganguly: মহারাজের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী, ফলের ঝুড়ি পাঠালেন বেহালার বাড়িতে


এবার আর ৮ দল নয়, আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ ফের দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে এবার। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। আগামী ৭ ও ৮ ফ্রেব্রুয়ারি বেঙ্গালুরুতে চলবে আইপিএলের মেগানিলাম। করোনা আবহে গতবছর প্রায় ৭ মাস ধরে চলেছিল আইপিএল। প্রথম পর্ব ভারতে অনুষ্ঠিত হয়েছিল। করোনার কারণে টুর্নামেন্ট বিদেশে স্থানান্তরিত করতে বাধ্য হয় বিসিসিআই।  দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় মরুদেশে। সংযুক্ত আরব আমিরশাহিতে ফের একবার আইপিএল দেখা যেতেই পারে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App