নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে লকডাউন চলছে বিশ্বজুড়ে। বন্ধ ক্রিকেট। তবে করোনা ভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠে ২২ গজে ক্রিকেট ফিরলে, বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে একই ভেন্যুতে পাঁচ টেস্টের সিরিজের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই প্রস্তাব প্রসঙ্গে এবার মুখ খুলল বিসিসিআই।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করোনার ধাক্কায় এমনিতেই বড়সড় ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর্থিক ধাক্কা সামাল দিতে চলতি বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজের পরিকল্পনা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস জানান,ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ করার কথা ভাবতেই পারি! তবে তা একটা ভেন্যুতে এবং দর্শকশূন্য গ্যালারিতে।



এর প্রেক্ষিতে এক বিসিসিআই কর্তা বলেন, " আমাদের এই নিয়ে এখনও কোনও চিন্তাভাবনা নেই। সামনে বিশ্বকাপ। কিন্তু সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সীমান্ত বন্ধ থাকছে অস্ট্রেলিয়ায়। আমরা আগে দেখব টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে ওদের সেটা দেখে নিয়ে তারপর দ্বিপাক্ষিক সিরিজ (ভারত-অস্ট্রেলিয়া) নিয়ে ভাবনা চিন্তা করা যাবে।"


 


আরও পড়ুন- এবারের অস্ট্রেলিয়া সফর চ্যালেঞ্জিং, বলছেন রোহিত শর্মা