নিজস্ব প্রতিবেদন : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আবার বিরোধ বাঁধল বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে- আইসিসি'র এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিল বিসিসিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে পিছিয়ে ফের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে নিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কারণ হিসেবে দেখা যাচ্ছে, প্রয়াত আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মস্তিষ্কপ্রসূত এই 'মিনি বিশ্বকাপ' থেকে বড় অঙ্কের অর্থ আমদানি হয় আইসিসি-র। ২০২১ সালে আবার ভারতের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ওই বছর থেকেই ৫০ ওভারের পরিবর্তে ২০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি করার ভাবনা আইসিসি-র। যদিও টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই সায় নেই বিসিসিআইয়ের।


আরও পড়ুন- কোচির মাঠ বাঁচাতে উদ্যোগী হিউম প্রশ্ন তুললেন, ইডেনে ফুটবল হবে?


এমনকী বোর্ড মিটিংয়ে যদি আইসিসি এই ধরণের কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে ভারতীয় বোর্ড তার বিরোধিতা করবে। এদিকে ভারত সরকার যদি কর ছাড় না দেয়, সেক্ষেত্রে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু আগে থেকেই দিয়ে রেখেছে আইসিসি।


আরও পড়ুন- জীবনের অন্যতম সেরা রাত বললেন কার্তিক