নিজস্ব প্রতিবেদন:  এবারের কি তাহলে ফুটবলের ছোঁয়া লাগতে চলেছে ক্রিকেটেও? ফুটবলে অনেক সময়ই ফ্রেশ লেগ ইনজেক্ট করে ফায়দা তোলেন কোচেরা। কোনও ফুটবলারকে পরিবর্ত হিসাবে মাঠে নামিয়ে বাজিমাত করার অপশন থাকে কোচেদের হাতে। ক্রিকেটে সেই সবের কোনও রাস্তা নেই। কিন্তু যদি এমনটা হয়? আইপিএলে এবার প্লেয়ার পরিবর্তনের ভাবনা BCCI-এর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে সুপার সাব নিয়ম তৈরি করেও পরে তা প্রত্যাহার করে নেয় ICC । মঙ্গলবার মুম্বইতে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই হয়তো ক্রিকেটার পরিবর্তনের নিয়মে শিলমোহর দিতে পারে বিসিসিআই।


আরও পড়ুন - প্রতি বছর ভারতে একটি দিন-রাতের টেস্ট হবে: সৌরভ গাঙ্গুলি


১১ জনের বদলে ১৫ জনের টিম লিস্ট দিতে পারবে দলগুলি। কোনও ওভারের মাঝে কিংবা উইকেট পরলে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ থাকবে। এর নাম দেওয়া হচ্ছে ‘পাওয়ার প্লেয়ার’। আইপিএল-এর আগে বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলিতে এই নিয়মকে চালু করার ভাবনা রয়েছে বোর্ডের, এমনটাই জানান বোর্ডের এক শীর্ষকর্তা।