Sourav Ganguly Dances On Srivalli: Pushpa জ্বরে আক্রান্ত Sourav Ganguly! শ্রীভল্লি গানে নাচলেন দাদা
একাধিক ক্রিকেটার এই সিনেমার হিট গান শ্রীবল্লী-তে নেচেছেন। এই সুপারহিট গানে রিল বানিয়ে ভক্তদের মন জয় করেন ওয়ার্নার। এর পরে আল্লু অর্জুনের নাচের স্টেপস হুবহু নকল করেছিলেন জাদেজা। তিনি তো মাঠে ম্যাচ চলাকালীনও আল্লু অর্জুনের স্টাইল নকল করে দেখিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন: আল্লু অর্জুনের (Allu Arjun) ব্লকবাস্টার ফিল্ম পুষ্পা (Pushpa) রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই ছবির সংলাপ ও গানের হুক স্টেপগুলো মানুষের মনে গেঁথে গিয়েছে যেন! ডেভিড ওয়ার্নার, রাশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো তারকারা আগেই এই সিনেমার ডায়ালগ ও নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নজরে এসেছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দাদা ভক্তদের জন্য সুখবর এ বার শ্রীবল্লী গানে নাচলেন মহারাজ।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দাদাগিরি-র মঞ্চে সব সময় অন্য মেজাজে পাওয়া যায়। তবে এবার যেন একেবারে আলাদা মুড-এ ছিলেন মহারাজ। তাঁর একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। দাদাগিরি আনলিমিটেডের সেট-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি বাচ্চা ছেলের সঙ্গে আল্লু অর্জুনের হুক স্টেপ করতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে ওই ব্যবহারকারী লিখেছেন, 'দাদাগিরি আনলিমিটেডের সেটে পুষ্পা ছবির শ্রীবাল্লি গানে আল্লু অর্জুনের হুক স্টেপ করেছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।'
একাধিক ক্রিকেটার এই সিনেমার হিট গান শ্রীবল্লী-তে নেচেছেন। এই সুপারহিট গানে রিল বানিয়ে ভক্তদের মন জয় করেন ওয়ার্নার। এর পরে আল্লু অর্জুনের নাচের স্টেপস হুবহু নকল করেছিলেন জাদেজা। তিনি তো মাঠে ম্যাচ চলাকালীনও আল্লু অর্জুনের স্টাইল নকল করে দেখিয়েছিলেন।
এছাড়া ডোয়াইন ব্রাভো, বিরাট কোহলি এবং শাকিব আল হাসানকেও দেখা গিয়েছে পুষ্পায় মজে থাকতে। আর এবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ট্র্নে-এ গা ভাসালেন। তাঁকেও দেখা গেল পুষ্পা সিনেমার জনপ্রিয় গানে নাচতে।
৩০ সেকেন্ডের এই ভিডিওটি দেখার পরে লোকজন একের পর এর কমেন্ট করছেন। একজন কমেন্ট করেছেন 'দাদা আপনি একখানা বিস্ময়কর কাজ করেছেন।' অনেকে আবার দাদার নতুন স্টাইল খুব পছন্দ করেছেন।
আরও পড়ুন: IPL 2022: সোনার ছেলে Neeraj Chopra, বাকি অলিম্পিয়ানদের হাতে চেক তুলে দিল BCCI
আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK: বাইশ গজে ফের 'মাহি মার রাহা হ্যায়', ফের পুরনো মেজাজে Mahendra Singh Dhoni