IPL 2022, KKRvsCSK: বাইশ গজে ফের 'মাহি মার রাহা হ্যায়', ফের পুরনো মেজাজে Mahendra Singh Dhoni
সেই চাপের মুহূর্তে নেমে শুরুটা ভাল হয়নি ধোনিরও। নাইটদের দুই রহস্য স্পিনার, যাঁদের রহস্য আজও সমাধান করতে মারেননি ধোনি, সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন বেশ চাপেই রেখেছিলেন ধোনিকে।
নিজস্ব প্রতিবেদন: এমনিতেই তিনি চাপ নেন না। এখন তো আবার নেতৃত্ব দেওয়ার চিন্তা নেই। প্রত্যাশার চাপ নেই। তাই প্রবল চাপের মুখে নুয়ে না গিয়ে পুরনো মাহিকে দেখালেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 'ইয়েলো আর্মি'-র সমর্থকদের প্রত্যাশা পূরণ করলেন চেন্নাই সুপার কিংসের সদ্য প্রাক্তন অধিনায়ক ধোনি। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধরা দিলেন পুরনো মারমুখী মেজাজে। মাত্র ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি। ফলে কঠিন পরিস্থিতি থেকে সিএসকে-কে পৌঁছে দিলেন সম্মানজনক জায়গায়। একটা সময় প্রবল চাপে থাকলেও ৫ উইকেটে ১৩১ রানে ইনিংস শেষ করল চেন্নাই।
নাইটদের বিরুদ্ধে একাদশ ওভারে ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাল ভারতের প্রাক্তন অধিনায়ককে। দলের ব্যাটিং বিপর্যয়ও রুখলেন ধোনি। চেন্নাই তখন মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে নিয়ে ধরলেন দলের হাল। শুধু তাই নয়, কেকেআর-এর বোলিং আক্রমণ থেকে খানিকটা আগলেও রাখলেন অধিনায়ককে। করলেন দলের পক্ষে সর্বোচ্চ রান। খেললেন ৩৮ বলে ৫০ রানের ইনিংস। মারলেন সাতটি চার এবং একটি ছয়। জাদেজা ২৮ বলে ২৬ রানে মাঠ ছাড়েন।
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2022
সেই চাপের মুহূর্তে নেমে শুরুটা ভাল হয়নি ধোনিরও। নাইটদের দুই রহস্য স্পিনার, যাঁদের রহস্য আজও সমাধান করতে মারেননি ধোনি, সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন বেশ চাপেই রেখেছিলেন ধোনিকে। একটা সময় ১০ বলে মাত্র ২ রানে খেলছিলেন ধোনি। ১৭ নম্বর ওভার থেকে খেলার মোড় ঘুরিয়ে দেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। সঙ্গে ছিলেন জাদেজা। শেষ ৩ ওভারে ৫০ রান তোলে চেন্নাই।
আরও পড়ুন: IPL 2022: অধিনায়ক, ব্যাটার থেকে উইকেট কিপার, ছবিতে দেখুন Mahendra Singh Dhoni' একাধিক রেকর্ড
আরও পড়ুন: Sheldon Jackson-এর বিদ্য়ুৎ বেগে স্টাম্পিং! Dhoni-র কথা মনে পড়ল Tendulkar-এর