নিজস্ব প্রতিবেদন:  বিশ্ব ক্রীড়া আঙিনায় বড়সড় থাবা বসিয়েছে করোনাভাইরাস । প্রশ্নের মুখে অলিম্পিক সহ এশিয়ার বিভিন্ন টুর্নামেন্ট । হয় পিছিয়ে যাচ্ছে ,না হলে বাতিল হচ্ছে নানা প্রতিযোগিতা। তবে বিপদমুক্ত ভারত। এমনটাই দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডের ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কয়েকদিন আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের সভা বাতিল হয়ে যায় করোনা আতঙ্কের জেরে। এদিকে  IPL-গভর্নিং কাউন্সিলের সভার পর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন আসন্ন IPL কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই । তিনি জানান, "ভারতে কিছুই নেই, আর ওই নিয়ে (করোনাভাইরাস) কোনও আলোচনা হয়নি।"



IPLগভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন," নির্ধারিত সূচি মেনে IPL  শুরু হবে ২৯ মার্চ এবং ফাইনাল হবে ২৪ মে । এই দু মাস পরিস্থিতির দিকে কড়া নজর থাকবে বোর্ডের ।" জানা গিয়েছে, নির্ধারিত দিনেই ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকাও।  


আরও পড়ুন - বাংলার ঋদ্ধিমানকে নিয়ে ছেলেখেলা চলছে, বিস্ফোরক প্রাক্তন নির্বাচক প্রধান