জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই-এর (BCCI) সঙ্গে আর যুক্ত থাকবে না কোনও মদ (Alcohol) কিংবা তামাকের (Tobacco) সংস্থা। এমনকি এবার থেকে বেটিং সংস্থার (Betting) উপরেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রজার বিনি (Roger Binny) ও জয় শাহের (Jay Shah) ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের টাইটেল স্পনসরের বিজ্ঞাপন দেখে তেমনই মনে হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Byju’র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট টাইটেল স্পনসরহীন। নতুন টাইটেল স্পনসর পেতে দরপত্রও আহ্বান করেছে ভারতীয় বোর্ড। তবে সেই দরপত্রে একটি চমকপ্রদ শর্ত রেখেছেন শীর্ষ কর্তারা। সেখানে বলা হয়েছে কোনও মদের সংস্থা, কোনও তামাকজাত পণ্যের সংস্থা বা কোনও বেটিং সংস্থা বোর্ডের ‘টাইটেল স্পনসর’ হতে পারবে না। শুধু তাই নয়, পর্নোগ্রাফি বা মানুষের ভাবাবেগে আঘাত দিতে পারে, এমন কোনও সংস্থাকেই বোর্ডের টাইটেল স্পনসর হিসাবে নিয়োগ করা যাবে না।


আরও পড়ুন: Virat Kohli And Tamannaah Bhatia: বিরাটকে নিয়ে গর্বিত প্রাক্তন প্রেমিকা তামান্না! কিন্তু কেন?


আরও পড়ুন: Shubman Gill: জাতীয় দলে চরম ব্যর্থ হলেও, প্য়ারিসে চুটিয়ে ছুটি কাটাচ্ছন শুভমন


আসলে এই টাইটেল স্পনসরের লোগোও জার্সিতে লাগাতে হবে বোর্ডকে। বিরাট কোহলি-রোহিত শর্মাদের বুকের কাছে না হলেও ডান বা বাঁদিকে স্পনসরের লোগো থাকে। সেক্ষেত্রে মদ বা তামাক সংস্থা স্পনসর হিসাবে এলে সেটা বোর্ডের জন্য অস্বস্তির কারণ হতে পারে। বেটিং সংস্থাকেও তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তবে ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপকে নিষিদ্ধের তালিকায় রাখা হয়নি। অর্থাৎ DREAM 11-এর মতো কোনও সংস্থা চাইলে এখনও বিসিসিআই-এর টাইটেল স্পনসর হতে পারে।


কয়েক দিন আগেই প্রাক্তন ক্রিকেটারদের পানমশলার বিজ্ঞাপন করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। কপিল দেব, সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহওয়াগরা বিভিন্ন সংস্থার পানমশলার বিজ্ঞাপন করছেন। এই প্রাক্তনদের কড়া কথা শুনিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। আর এরপরেই নড়েচড়ে বসল বিসিসিআই। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)