জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC World Test Championship Final 2023)। মেগা ফাইনালের (WTC Final 2023) দুই প্রতিপক্ষ টিম ইন্ডিয়া (Team India) ও অস্ট্রেলিয়া (Australia)। দুই দলই গত রবিবার সন্ধ্যায় চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। ১৭ সদস্যের স্কোয়াড। মূল দলে ১৫ জন ও স্ট্যান্ড বাইতে দুই ক্রিকেটার। বিরাট কোহলি (Virat Kohli), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও জয়দেব উনাদকাটরা (Jaydev Unadkat) ট্রেনিং শুরু করে দিলেন। শার্দূল ঠাকুর, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনরাও রয়েছেন অনুশীলনে। সোমবার বিসিসিআই বিরাটদের ট্রেনিং গ্রাউন্ড থেকে শেয়ার করল টাটকা ছবি। ভারতীয় দল তিন খেপে লন্ডনে উড়ে যাবে। যাঁদের সবার আগে আইপিএল শেষ হয়ে গিয়েছে, তাঁরা সবার আগে লন্ডনের বিমান ধরেছেন। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WTC Final 2023: বিশ্বযুদ্ধে ত্রিফলা আক্রমণই শানাবে অস্ট্রেলিয়া! মাঝপথে আইপিএল ছাড়া ক্রিকেটার ফিট




এবারও আইপিএল ট্রফি ছুঁয়ে দেখা হল না বিরাটের। আইপিএল ইতিহাসের সর্বাধিক রানশিকারিকে টুর্নামেন্টের ১৬ তম সংস্করণেও, ক্রিকেট বিধাতা ট্রফি থেকে দূরেই রাখলেন। বিরাট আইপিএলে ছিলেন আগুনে ফর্মে। ১৪ ম্যাচে করেছেন ৬৩৯ রান। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির সঙ্গেই তিনি করেছেন হাফ ডজন ফিফটিও। অজিদের বিরুদ্ধে বিরাটের টেস্ট রেকর্ড বেশ আকর্ষণীয়। এখনও পর্যন্ত ২৪টি টেস্টের ৪২টি ইনিংসে ১৯৭৯ রান করেছেন বিরাট। গড় ৪৮.২৬। স্ট্রাইক রেট ৫২.২৫। সঙ্গে রয়েছে ৮টি শতরান ও ৫টি অর্ধ শতরান। সর্বোচ্চ গত বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ৩৬৪ বলে ১৮৬ রান। শুধু টেস্ট নয়, এবারের ক্রোড়পতি লিগে ব্যাট হাতে ফের দাপট দেখিয়েছেন বিরাট। চলতি বছর ভারতের মাটিতে বিরাটের টেস্ট সেঞ্চুরির খরা কেটেছিল। বর্ডার-গাভাসকর ট্রফিতে আহমেদাবাদ টেস্টে কোহলির ২৮ নম্বর সেঞ্চুরি এসেছিল। ১২০৫ দিনের প্রতীক্ষার অবসান ঘটে টেস্ট শতরানের। টেস্টের বিশ্বযুদ্ধে বিরাটের ব্যাট আগুন জ্বালবে বলেই আশা করছেন ফ্যানরা। মনে রাখতে হবে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ। এরপর ভারত আর কোনও আইসিসি খেতাব জেতেনি। বিরাট-রোহিতরা এবার মরিয়া দেশকে আইসিসি খেতাব দিতে।



১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ, ম্য়াথিউ রেনেশ


১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)