বিপদের দিনে মানুষের পাশে BCCI, বিরাট অনুদান নিয়ে এগিয়ে এল সৌরভের বোর্ড
করোনা মোকাবিলায় সরকারকে সাহায্যের সব সরকমের সাহায্যের আশ্বাসই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে লকডাউন দেশ জুড়ে। মারণ ভাইরাসের মোকাবিলায় মাঠে নেমে সবাইকে সচেতন করছেন সেলেবরা। শুধু তাই নয় নিজেদের সাধ্যমতো অনুদানও তুলে দিচ্ছেন তাঁরা। এবার এগিয়ে এল দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)।
বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, বিসিসিআই সচিব জয় শাহ, বোর্ডের অন্যান্য কর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা একজোট হয়ে করোনা মোকাবিলায় মানুষের পাশে এসে দাঁড়াল। শনিবার প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিস্টেনস অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ডে ৫১ কোটি টাকা অনুদান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
করোনা মোকাবিলায় সরকারকে সাহায্যের সব সরকমের সাহায্যের আশ্বাসই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পাশাপাশি বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিও এই বিষয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন - নেই কাজ, খই ভাজ! বাড়িতেই বরের চুল কেটে দিচ্ছেন অনুষ্কা শর্মা