নিজস্ব প্রতিনিধি : ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে বসবে মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। ক্যাপ্টেন হরমনপ্রিত সিং। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ''এশিয়া কাপ তো আমরা জিতে ফেলেছি'', একি বলে গেলেন মাশরাফি!


অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে ভারত। গুয়ানায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ১১ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। ১৫ ও ১৭ নভেম্বর যথাক্রমে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে হরমনপ্রিতের দল। 


আরও পড়ুন-  ‘ভারতের থেকে শেখা উচিত’, পাক দলকে পরামর্শ শোয়েব মালিকের


টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড- 
হরমনপ্রিত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস-ক্যাপ্টেন), মিতালি রাজ, জেমিমাহ রডরিগেজ, ভেদা কৃষ্ণমূর্তি, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), পূনম যাদব, রাধা যাদব, অনুজা পাতিল, একতা বিস্ত, হেমলতা, মানসী জোশী, পূজা বস্ত্রাকর, অরুন্ধতী রেড্ডি।