ওয়েব ডেস্ক: ক্রিকেটে সেরার সেরারা সবসময় পরিসংখ্যান দিয়েই বিচার্য হয়ে আসছে। স্যার ডন ব্র্যাডম্যান থেকে ঈশ্বর সচিন, মারকুটে গেইল থেকে কিলার মিলার, জন্টি থেকে যুবরাজ, নবাব পতৌতি থেকে ক্যাপ্টেন কুল মাহি অথবা ক্রিকেটের আগ্রাসনে বিরাট ও স্টেইন 'গান', সবাই পরিসংখ্যানের উর্দ্ধে এক একটা চরিত্র। কলার উচু করে মাঠে ফিল্ডিং, হ্যাঁ ক্যাপ্টেন আজহারের কথা মনে করিয়ে দেয়। এমন আরও নানান স্মরণীয় বিস্মিত মুহূর্ত 'জেন্টল ম্যান'দের খেলা ক্রিকেটে আছে। তবে 'জেন্টল উইম্যান'দের ক্রিকেটে? সুন্দর'রা যা পারেন সুন্দরীরা তা পারেন আরও একটু ভালো করেই। ক্রিকেট এমনিতেই দর্শনীয়, এর ওপর যে সুন্দরীরা ক্রিকেট দর্শনকে অন্য মাত্রা এনে দিয়েছে, তাঁদের 'অবহেলা' নিন্দনীয় অন্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে নিন সেরা ১০ ক্রিকেট সুন্দরীদের-
মিথালি রাজ (ভারত)
মেঘান মইরা (অস্ট্রেলিয়া)
ক্যাথরিন হেলেন (অস্ট্রেলিয়া)
রোসাইলে ব্রিক (ইংল্যান্ড)
সানা মির (পাকিস্তান)
ইশা গুহ (ইংল্যান্ড)
সারা জেন টেলর(ইংল্যান্ড)
হলি ফার্লিং (অস্ট্রেলিয়া)
লরা মার্শ (ইংল্যান্ড)
ইলিস পেরি (অস্ট্রেলিয়া)