নিজস্ব প্রতিনিধি— সারা বিশ্ব কার্যত স্তব্ধ। ইউরোপের একাধিক দেশে মহামারীর আকার নিয়েছে করোনাভাইরাস। বিভিন্ন দেশের ক্রীড়া সংস্থাগুলি নির্ধারিত ম্যাচ স্থগিত করেছে। একসঙ্গে হাজার হাজার মানুষ গ্যালারিতে বসে খেলা দেখলে ভাইরাস সংক্রমণ হওয়ার শঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্বের বহু দেশে দর্শকশূন্য
গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ম্যাচ। কিন্তু ইউরোপের দেশ বেলারুশ এসবে আমল দিচ্ছে না। তারা নিজেদের হয় নির্বোধ প্রমাণ করতে চাইছে। না হলে দুঃসাহসী। এই পরিস্থিতিতেও সেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখছেন। করোনার আতঙ্ক বলে সেখানে কিছুই নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বের অধিকাংশ দেশ যখন বিভিন্ন ম্যাচ বন্ধ করে দিচ্ছে, তখন বৃহস্পতিবার থেকে বেলারুশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। আর ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলা দল বাতে বরিসভ প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরেছে নারজেটিক-বিগুর কাছে। বেলারুশে এখনও পর্যন্ত ৫১ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তবে কেউ মারা যাননি। আর তাই সেই দেশের প্রশাসন এখনই দুঃশ্চিন্তায় রাজি নয়। বেলারুশের ফুটবল ফেডারেশন সভাপতি ভ্লাদিমির বাজানোভ বলেছেন, ''আমাদের দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। পরিস্থিতি গুরুতর পর্যায় পৌঁছয়নি। তাই আমরা সময় মতোই চ্যাম্পিয়নশিপ শুরু করব বলে ঠিক করেছিলাম।''


আরও পড়ুন—  ''২০ টাকার মাস্ক বিকোচ্ছে ১০০ টাকায়! লোভী ব্যবসায়ীরাই দেশের আসল করোনাভাইরাস''


দর্শকরা মাঠে আসবেন। তাঁদের রোখা যাবে না। এমনই দাবি করেছেন বাজানোভ। তিনি বলেছেন, ''ইউরোপের অনেক দেশে ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন করা হয়েছে। কিন্তু দর্শকরা তো স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েছিল। তা হলে শুধু শুধু গ্যালারি বন্ধ করে লাভ কী হল! আমরা একেবারেই আতঙ্কিত নই।'' প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেনকো অবশ্য কিছুদিন আগেই জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন, ''ভদকা পান কর, উষ্ণ স্নান নাও আর কঠোর পরিশ্রম কর। তা হলেই ভাইরাস কাউকে ছুঁতে পারবে না।'' এবার রাষ্ট্রপতির সুরে সুর মেলালেন ফুটবল প্রধান।