নিজস্ব প্রতিবেদন: মারন ভাইরাসের ধাক্কায় থমকে বিশ্বের প্রায় সমস্ত ফুটবল লিগ। অসমাপ্ত লিগ কবে শেষ হবে তার উত্তর জানা নেই কারোর! অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেই বেলজিয়ান লিগে ইতি টানার সিদ্ধান্ত নিল লিগ কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ৮ মার্চের পর বেলজিয়াম লিগে আর কোনও খেলা হয়নি। আর পাঁচটা ইউরোপীয় দেশের মতোই মরন ভাইরাস থাবা বসিয়েছে বেলজিয়ামে। পরিস্থিতি স্বাভাবিক কবে হবে জানা নেই কারোর। মনে করা হচ্ছে ৩০ জুনের আগে লিগ শুধু করার কোনও সম্ভাবনাই নেই।



এই পরিস্থিতিতে লিগে ইতি টানার প্রস্তাব দেওয়া হল। ১৫ এপ্রিল জেনারেল অ্যাসেম্বলিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে ক্লাব Brugge কে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে। কেননা শেষ লিগ তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে থাকা দলটি থেকে ১৫ পয়েন্টে এগিয়ে ছিল বেলজিয়ামের এই দলটি। বাকি ছিল আর একটি ম্যাচ। ইউরোপের মধ্যে বেলজিয়ামের লিগই সর্বপ্রথম ইতি টানার সিদ্ধান্ত নিল।


আরও পড়ুন -অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপা লিগ; সাহায্যের আশ্বাস ফিফার