জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে (England)। সাহেবরাই নাম দিয়েছিলেন 'জেন্টলম্যানস গেম'। কিন্তু সেই দেশেরই অধিনায়ক ক্রিকেটের নিয়মকে বুড়ো আঙুল দেখালেন!ব্যাট-বলের যুদ্ধের নিয়মনীতিকে তোয়াক্কা না করে, জিন্স পরে নেমে পড়লেন মাঠে। আর তাই বেন স্টোকসের (Ben Stokes) এই কাণ্ডকে অনেকেই মেনে নিতে পারছেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী হয়েছিল? জো রুট ও জনি বেয়ারস্টোর জোড়া শতরানের দাপটে এজবাস্টন টেস্ট তখন ইংরেজদের নামে লেখা হয়ে গিয়েছে। সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। এ বার পটৌডি ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তোলার পালা। ঠিক এমন সময় দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস জার্সির বদলে একটি নীল রঙের জিন্স পরে মাঠে ঘুরে বেড়াচ্ছেন। নিয়ম লঙ্ঘনের ভ্রূক্ষেপ না করে সেই জিন্স পরেই তিনি সতীর্থ সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। সেই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 


যদিও সেই ছবি ভাইরাল হলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। 


আরও পড়ুন: Wriddhiman Saha: ত্রিপুরায় দ্বৈত ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি


আরও পড়ুন: ENG vs IND: টেস্ট হেরে কোন ইস্যু নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন রাহুল দ্রাবিড়? ভিডিয়ো ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)