বাংলা-৪৬৬, উত্তরপ্রদেশ-১২৬/৩


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: অভিমন্যু ঈশ্বরণের পর এবার মনোজ তিওয়ারির শতরান। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে খেলতে নেমে বাংলার শুরুটা ভালই হয়েছে। জোড়া শতরানের সুবাদে বাংলা ভাল জায়গায়। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শতরান করলেন মনোজ তিওয়ারি। একশো দশ রান করে আউট হন বাংলার অধিনায়ক। বাংলার প্রথম ইনিংস শেষ ৪৬৬ রানে। দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের প্রথম ইনিংসের রান তিন উইকেট হারিয়ে ১২৬।


আরও পড়ুন- রঞ্জিতে নয়া ইতিহাস


১৫০ বল খেলে ১১০ রান করে আউট হন মনোজ। বাংলার অধিনায়ক মেরেছেন ১৪টি বাউন্ডারি। মনোজের শতরানের সৌজন্য বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৪৬৬ রানে। জবাবে ৪৯ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় উত্তরপ্রদেশ। দ্বিতীয় দিনের শেষে অবশ্য তিন উইকেট হারিয়ে উত্তরপ্রদেশের রান ১২৬। ৫৭ রান করে ক্রিজে রয়েছেন উমাং শর্মা। ৪৩ রান করে অপরাজিত এসএন খান। বাংলার হয়ে দুটো উইকেট নিয়েছেন অশোক দিন্দা। একটা উইকেট সায়ন ঘোষের।


আরও পড়ুন- খেলার খবর