IPL 2025 Auction: বাংলার সম্পদ মুকেশ-আকাশ, দু`জনেই পেলেন বিপুল দাম! কোন দলের হয়ে খেলবেন আইপিএল?
Mukesh Kumar And Akash Deep: বাংলার হয়ে খেলা দুই বিহারি পেসারকে নিয়ে নিলামে চলল কাড়াকাড়ি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় বসেছে দু'দিনের আইপিএল মেগা নিলামের (IPL 2025 Auction) আসর । ৫৭৪ জন ক্রিকেটার নিলামে। দু’দিনে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির দল নির্ধারণ হবে। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। নিলামের প্রথম দিনেই ঝড় উঠে গিয়েছে। বিদেশি নয়, দেশি ক্রিকেটারদের নিয়েই চলেছে তুমুল কাড়াকাড়ি। দ্বিতীয় দিনেও শিরোনামে ভারতীয় ক্রিকেটাররাই। তবে এবার নজর কাড়লেন বাংলার হয়ে খেলা জাতীয় দলের দুই বিহারি পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ (Mukesh Kumar And Akash Deep)
আরও পড়ুন: ছ'বছর জাতীয় দলে ব্রাত্য, দাম পেলেন ১০.৭৫ কোটি! এক দশক পর নতুন সংসারে 'সুইং কিং'
৩১ বছরের মুকেশ ও ২৬ বছরের আকাশ দু'জনেই নিলামে ছিলেন চর্চায়। মুকেশ গতবছর ও আকাশ চলতি বছর অভিষেক করেছেন দেশের জার্সিতে। মুকেশ কিন্তু তিন সংস্করণেই খেলে ফেলেছেন। ৩ টেস্টে নিয়েছেন ৭ উইকেট, ৬ ওডিআই-তে পেয়েছেন ৫ উইকেট ও ১৭টি টি-২০ আইতে তাঁর আছে ২০ উইকেট। অন্য়দিকে আকাশ ৫ টেস্টে নিয়েছেন ১০ উইকেট। নিলামে দিল্লি ক্য়াপিটালসের ছেড়ে দেওয়া মুকেশকে নিতে চেয়েছিল পঞ্জাব কিংস। প্রীতি জিন্টার টিম ৮ কোটি টাকা দর দিয়েছিল। দিল্লি সেই দামেই আকাশকে নিয়ে নেয় আরটিএম ব্যবহার করে। দিল্লি এবার অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে ধরে রেখেছিল। মুকেশকে ছেড়ে দিয়েছিল তারা। তবে নিলামে কার্ড খেলে ফের মুকেশকে তুলে নিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। আকাশ দীপকে দীর্ঘক্ষণ দড়ি টানাটানি চলেছিল পাঞ্জাব ও লখনউয়ের। শেষ পর্যন্ত ৮ কোটি টাকায় তাঁকে নেয় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। আকাশ ২০২২ সাল থেকে ছিলেন আরসিবি-তে। তারা বিরাট কোহলি, রজত পতিদার ও যশ দয়ালকে ধরে রেখে বাকি সকলকে ছেড়ে দিয়েছিল। দেখা যাক এবার মুকেশ-আকাশ আইপিএলে কী করেন!
আরও পড়ুন: জসপ্রীত না রোহিত! দ্বিতীয় টেস্টে কে অধিনায়ক? চলে এল বিরাট আপডেট
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)