EXPLAINED | India vs Australia: জসপ্রীত না রোহিত! দ্বিতীয় টেস্টে কে অধিনায়ক? চলে এল বিরাট আপডেট
Jasprit Bumrah Or Rohit Sharma: জসপ্রীত বুমরা না রোহিত শর্মা! দ্বিতীয় টেস্টে কে অধিনায়ক? চলে এল বিরাট আপডেট
1/5
রোহিতের জায়গা বুমরা
রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ফলে টেস্টের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল পারথ টেস্টের দায়িত্ব। ২০২২ সালে প্রথমবার ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন বুমরা। সাত উইকেটে ইংরেজরা বার্মিংহামে হারিয়ে ছিল ভারতকে। অধিনায়ক হিসেবে অভিষেকেই বুমরার সঙ্গী হয়েছিল হার। এবার ইতিহাস। ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল।
2/5
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট
সোমবার তৃতীয় দিনের তৃতীয় সেশনেই অস্ট্রেলিয়ার খেল খতম করে দিল ভারত, যা হওয়ার ছিল ঠিক সেটাই হল, হাতে পুরো দু'দিন রেখেই পারথ পকেটে পুরে ফেলল বুমরার দুর্ধর্ষ ভারত। অজিদের পারথ জয়ের টার্গেট ছিল ৫২২ রান! বুমরাদের প্রয়োজন ছিল ৭ শিকারের। অস্ট্রেলিয়ার অতি বড় সমর্থকও এই টেস্ট জয়ের স্বপ্ন দেখেননি, অন্য়দিকে ভারতের কাছে এই জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। এদিন চা-পান করে এসেই সেটা করে ফেললেন বুমরারা।
photos
TRENDING NOW
3/5
বুমরার ইতিহাস
বুমরা প্রথম বিদেশি অধিনায়ক হিসেবে পার্থের অপটাস স্টেডিয়ামে টেস্ট জয়ের ইতিহাস লিখলেন। পারথে টেস্ট ম্যাচ জয়ী দ্বিতীয় এশিয়ান অধিনায়কও হলেন (WACA এবং Optus মিলিয়ে) বুমরা। এর আগে অনিল কুম্বলে ২০০৮ সালে জয়ের স্বাদ পেয়েছিলেন। বুমরা এখন অজিভূমে টেস্ট জেতা সপ্তম ভারতীয় অধিনায়ক হলেন। অতীতে এই রেকর্ড রয়েছে অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুনীল গাভাসকর, বিষেণ সিং বেদী, সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং অনিল কুম্বলের। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু দ্বিতীয় টেস্ট। এখন প্রশ্ন দ্বিতীয় টেস্টে কে অধিনায়ক? জসপ্রীত না রোহিত!
4/5
জসপ্রীত না রোহিত!
রোহিত দ্বিতীয় সন্তানের বাবা হয়ে চলে এসেছেন অস্ট্রেলিয়াতে। এমনকী সোমবার ছিলেন ভারতীয় দলের সাজঘরেও। পারথ টেস্ট জয়ের পর বুমরাকে প্রশ্ন করা হয়েছিল যে, অ্যাডিলেডে কে তিনিই অধিনায়ক? বুমরা যার উত্তরে বলেন, 'রোহিত আমাদের দলের অধিনায়ক। ও অসাধারণ কাজ করেছে। আমি তার জায়গা ভরাট করেছিলাম। ও যখন ভারতে ছিল, তখন আমার সঙ্গে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ওর সঙ্গে আলোচনা হয়েছিল। আমি ওকে বলব না যে, আমিই নেতৃত্ব দেব। তবে হ্যাঁ, আমি রোহিতকে যেভাবে পারব সাহায্য করব।' বুমরা আরও বলেন, 'আমি গর্বিত। অধিনায়ক হিসাবে আমার এটা দ্বিতীয় ম্য়াচ ছিল। বার্মিংহামে আমরা অভিষেক হয়েছিল। প্রথম ইনিংসে আমরা খুবই ভালো খেলেছিলাম। তবে ইংল্য়ান্ড দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলেছিল। সেখান থেকেই শিক্ষা নিয়েছি। সত্য়িই খুশি হয়েছি যেভাবে আমরা এই ম্য়াচে ফিরে এসেছি।'
5/5
টেস্ট জয়ের প্রসঙ্গে বুমরা
টেস্ট বিশ্লেষণ করে বুমরা বলেছেন, 'ব্য়াটিংয়ের সঙ্গে নতুন বোলিং লাইনআপ যেভাবে ব্যাটিং গড়ে উঠেছিল তাতে বেশ খুশি হয়েছি। আমাদের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল আমাদের মানসিকতা। ১৫০ রানে অলআউট হওয়ার পরেও সাজঘরে কেউ ভেঙে পড়েনি। প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল যে, আমরা যদি আমাদের ক্ষমতাকে কাজে লাগাতে পারি, তাহলেও প্রভাব ফেলতে পারি। এটি এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবে। পারথে ক্রিকেট খেলা কঠিন। কিন্তু চাপের ভিতরে খেলাটাই কেরিয়ারে সাহায্য করে। আমার ছেলেও এখানে আছে, আমি ওকে এই গল্প শেয়ার করব। এই জয় মনে রাখব। যদিও আমার ছেলে খুবই ছোট, কিন্তু সে যখন বড় হবে তখন তাকে আমার বলার গল্প থাকবে। ওকে বলব, ভারত যখন এক গুরুত্বপূর্ণ জয় পেয়েছিল তখন ও স্ট্য়ান্ডে ছিল।'
photos