নিজস্ব প্রতিবেদন :  ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে বাংলা দল। জাতীয় দলের দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি দুই জনই রঞ্জি ট্রফির ফাইনালে ওঠার জন্য বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন। ফাইনালে শামি খেলতে না পারলেও স্কোয়াডে রয়েছেন ঋদ্ধিমান সাহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৯ মার্চ থেকে শুরু রঞ্জি ট্রফির ফাইনাল।  ইডেনে কর্নাটককে ১৭৪ রানে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে বাংলা। ফাইনালে বাংলার প্রতিপক্ষ কে? তার জন্য অপেক্ষা করতে হবে আগামিকাল পর্যন্ত। দ্বিতীয় সেমি ফাইনালে গুজরাটের মুখোমুখি হয়েছে সৌরাষ্ট্র। এদিকে বাংলা ফাইনালে ওঠার পরই দলকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি।



 



এদিকে ফাইনালে বাংলার হয়ে খেলতে পারবেন না মহম্মদ শামি। বিসিসিআই হয়তো তাঁকে বিশ্রাম দেবেন। এদিকে বাংলা দল ফাইনালে উঠতেই এদিনই বাংলার নির্বাচকরা ফাইনালের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। আর সেই দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। বাংলা দলে ঋদ্ধির অন্তর্ভুক্তি অবশ্যই ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সন্দেহ নেই।


আরও পড়ুন - বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? কবে, কখন খেলা, জেনে নিন