ওয়েব ডেস্ক : বেঙ্গালুরু টেস্টের প্রথমদিনেই বিপাকে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে যায় কোহলি ব্রিগেড। একাই ৮ উইকেট নিয়ে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইপ আপকে  খড়কুঁটোর  উড়িয়ে দেন নাথান লিঁয়। টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও অসি বোলারের এটাই সেরা পারফরম্যান্স। এমনকি ভারতের মাটিতে সফরকারী দলের কোনও বোলারের এটাই সেরা পারফরম্যান্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুরুতেই মুকুন্দকে নাথান লিয়ঁ ফিরিয়ে দিয়ে ভারতকে চাপে দেয় অস্ট্রেলিয়া। এরপর পূজারা, কোহলি, রাহানে এবং করুন নায়ার দ্রুত ফিরে যাওয়াতে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের স্বাধের ব্যাটিং লাইনআপ। একমাত্র ওপেনার লোকেশ রাহুল মাটি কামড়ে পড়ে থেকে অসি বোলারদের মোকাবিলার চেষ্টা করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন তিনি । ভারতের শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৩৩ রানে।


দীর্ঘ ১৮ মাসের চেনা ছকের বাইরে গিয়ে অতিরিক্ত একজন ব্যাটসম্যান নিয়ে দল গড়ে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। প্রথম একাদশে সুযোগ পেয়ে করুন নায়ার লড়াই দেওয়ার চেষ্টা করেন। লোকেশের পর দলে দ্বিতীয় সর্বোচ্চ  ২৬ রান করেন তিনি।


প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে খুব সহজেই ভারতীয় বোলারদের মোকাবিলা করেন অসি ব্যাটসম্যানরা। প্রথমদিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৪০ রান করেছে অষ্ট্রেলিয়া। দুই ওপেনার ওয়ার্নার ২৩ আর রেনশ ১৫ রানে অপরাজিত আছেন ।


আরও পড়ুন, তিনি বড় মনের মানুষ, ফের প্রমাণ করলেন ধোনি