তিনি বড় মনের মানুষ, ফের প্রমাণ করলেন ধোনি

সময়ের সঙ্গে বার বার নিজেকে প্রমাণ করেছেন তিনি। প্রমাণ করেছেন, তিনি একজন শুধু বড় ক্রিকেটারই নন, বড় মাপের মানুষও। বিজয় হাজারে ট্রফি উপলক্ষে ঝাড়খণ্ড টিমের সঙ্গে কলকাতায় এসেছেন মহেন্দ্র সিং ধোনি। ১৩ বছর ট্রেনে চড়ে ঘরোয়া ক্রিকেট খেলতে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর টিমমেটদের সঙ্গে সেই ছবিও পোস্ট করতে দেখা যায় ধোনিকে। এখানেই শেষ নয়...

Updated By: Mar 4, 2017, 05:29 PM IST
তিনি বড় মনের মানুষ, ফের প্রমাণ করলেন ধোনি

ওয়েব ডেস্ক : সময়ের সঙ্গে বার বার নিজেকে প্রমাণ করেছেন তিনি। প্রমাণ করেছেন, তিনি একজন শুধু বড় ক্রিকেটারই নন, বড় মাপের মানুষও। বিজয় হাজারে ট্রফি উপলক্ষে ঝাড়খণ্ড টিমের সঙ্গে কলকাতায় এসেছেন মহেন্দ্র সিং ধোনি। ১৩ বছর ট্রেনে চড়ে ঘরোয়া ক্রিকেট খেলতে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর টিমমেটদের সঙ্গে সেই ছবিও পোস্ট করতে দেখা যায় ধোনিকে। এখানেই শেষ নয়...

ম্যাচ জেতার পর টিমমেটদের সঙ্গে মাহি যখন ড্রেসিংরুমের ভিতরে জয় সেলিব্রেট করতে ব্যস্ত, তখনই তাঁর চোখ আটকে যায় অনেকদিনের পরিচিত এক মুখে। চিনে নিতে ভুল হয়নি ক্যাপ্টেন কুলের। টমাস, তাঁর অনেকদিনের পুরনো বন্ধু 'চাওয়ালা'। খড়গপুরে টিকিট-পরীক্ষকের চাকরি করার সময় এই টমাসের কাছেই যেতেন ধোনি, এক কাপ চায়ের জন্য।

দেখা মাত্রই টমাসকে হোটেলে ডেকে পাঠান 'মাহি ভাই'। শুধু টমাস একাই নয়, সঙ্গে সেই সময়ের আরও ১১ জন বন্ধুকেও ডিনারে আমন্ত্রণ জানান ধোনি। 'মাহি ভাইকে' কাছে পেয়ে তখন আনন্দে আত্মহারা পুরনো বন্ধুরা। এদিকে, ধোনির 'বন্ধুত্বে' অভিভূত টমাসও তারপর তাঁর চায়ের দোকানের নাম পাল্টে রেখেছেন 'ধোনি টি স্টল'।

আরও পড়ুন, লুকানো সম্পত্তি আছে আপনার? তাহলে এখনই সাবধান হয়ে যান

.