জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট সারিয়ে পুরো ফিট। আর তাই টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলবেন ক্যামেরুন গ্রিন (Cameron Gren)। শুক্রবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি সেটাই জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার (Australia) এই অলরাউন্ডার। আঙুলের চোটের জন্য চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট চলার সময় চোট পেয়েছিলেন ক্যামেরুন গ্রিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন অনুশীলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রিন বলেন, "দিল্লিতে দ্বিতীয় টেস্টে আমার খেলার কথা ছিল। অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলাম। তবে পুরো সুস্থ হতে পারিনি। তাই সরে দাঁড়িয়েছিলাম। তবে এখন আমি পুরো ফিট।"


আরও পড়ুন: David Warner, BGT 2023: টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়ে বড় কথা বলে দিলেন মারকুটে ওয়ার্নার


আরও পড়ুন: Pat Cummins, BGT 2023: অজি শিবিরে ফের ধাক্কা, তৃতীয় টেস্টে নেই কামিন্স! নেতা কে? জেনে নিন


ঘরের মাঠে ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছে ৬ উইকেটে। অজিরা ব্যাক-টু-ব্যাক হারের ধাক্কা হজম করার মধ্যেই পরপর ধাক্কা দলে। যদিও ক্যামেরুন গ্রিনের দাবি তাঁর দল পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)