Rohit Sharma, BGT 2023: দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান, কার সঙ্গে রোহিতের তুলনা করলেন রবি শাস্ত্রী?
এই পিচে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব ব্যর্থ হলেন। পূজারা ও বিরাটের মতো তারকা ব্যাটারকে ফিরিয়ে দাপট দেখালেন `হিটম্যান`। অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে শেষ করে দেওয়ার পরেও, একের পর এক উইকেট হারিয়ে চাপে ভারত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই নাগপুরেই (Nagpur) তাঁর জন্ম। সব ঠিক থাকলে সেই ২০১০ সালে এই নাগপুরের মাঠেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়ে যেতে পারত। কিন্তু ডেল স্টেইনদের (Dale Steyn) বিরুদ্ধে মাঠে নামার দিন সকালে চোট পেয়ে ছিটকে যান। অভিষেক হয়েছিল ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha)। সেই নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে (Vidarbha Cricket Stadium) টেস্ট কেরিয়ারের নবম শতরান সেরে ফেললেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাও আবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টের খুব কঠিন সময় এল এই লড়াকু শতরান। আর তাই রোহিতের মারকুটে ব্যাটিংকে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag) সঙ্গে তুলনা করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
শতরান পূর্ণ হতেই মাইক হাতে রবি শাস্ত্রী বলেন, "রোহিত যদি পুরো ইনিংস খেলে দেয়, তাহলে অস্ট্রেলিয়ার কপালে কিন্তু দুঃখ আছে। ও এমন ব্যাটার যে কোনও বোলারকে শান্তিতে থাকতে দেবে না। পালটা মার দিয়ে বিপক্ষকে চাপে রাখবেই। ওকে ব্যাটিং করতে দেখলেই বীরুর (পড়ুন, বীরেন্দ্র শেহওয়াগ) কথা মনে পড়ে যায়। বীরু ফর্মে থাকলে বোলারদের এভাবেই খুন করত। রোহিত নিজের কেরিয়ারে সেটাই করে আসছে। ওর মারকুটে ইনিংসের জন্য মিডল অর্ডারের ব্যাটাররা স্বস্তিতে থাকে।"
আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: নাগপুরের পিচ র্যাঙ্ক টার্নার নয়, মাঠের বাইরেও অজিদের পুঁতে দিলেন জাদেজা
এই পিচে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব ব্যর্থ হলেন। পূজারা ও বিরাটের মতো তারকা ব্যাটারকে ফিরিয়ে দাপট দেখালেন 'হিটম্যান'। অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে শেষ করে দেওয়ার পরেও, একের পর এক উইকেট হারিয়ে চাপে ভারত। ঠিক এমন পরস্থিতিতে পালটা মার দিয়ে শতরান করলেন রোহিত। দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান এল তাঁর ব্যাট থেকে।
১৭১ বলে শতরান করেন রোহিত। চার মেরে শতরান করেন তিনি। ভারতের প্রথম দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ার দিনে রোহিত অধিনায়কোচিত ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার বোলারদের মাঠের বাইরে পাঠালেন একাধিক বার। শতরানে পৌঁছতে ১৪টি চার এবং দু’টি ছক্কা মারেন রোহিত। টেস্ট ক্রিকেটে এটি তাঁর নবম শতরান। ওপেনার হিসাবে টেস্টে খেলা শুরু করার পর থেকেই পাল্টে গিয়েছে রোহিতের খেলা। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান। শেষবার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ১২৭ রান করেছিলেন 'হিটম্যান'।