Sunil Gavaskar, BGT 2023: গর্জে উঠলেন সানি! হেডেন, মার্ক ওয়া এবং অজি মিডিয়াকে ধুয়ে দিলেন `লিটল মাস্টার`
নাগপুরের পর দিল্লির ঘূর্ণি পিচ সমালোচনায় মুখর হয়ে উঠেছিল অজি মিডিয়া। এরমধ্যে আবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে তো আবার `খারাপ` আখ্যা দিয়েছে আইসিসি। এরপর থেকে আর কোমর বেঁধে নেমে পরেছিল সেই দেশের একাধিক সংবাদমাধ্যম এবং মার্ক ওয়া, হেডেনের মতো প্রাক্তন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরাবারের মতো এবারও চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) বাইশ গজের যুদ্ধে রয়েছে উত্তাপ। আর বরাবরের মতো এবারও সেই উত্তাপের আঁচ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। এবং কথার লড়াই ছড়িয়ে পড়েছে পিচকে ঘিরে। প্যাট কামিন্স (Pat Cummins), স্টিভ স্মিথরা (Steve Smith) গত তিনটি ভেন্যুর বাইশ গজ নিয়ে একটিও নেতিবাচক শব্দ খরচ করেননি। তবে উপমহাদেশের এই অঞ্চলের পিচকে দুষেই চলছেন অজি সংবাদমাধ্যম (Australian Media) ও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। টিম ইন্ডিয়ার (Team India) সততা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। আর তাই গর্জে উঠলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। বেজায় ক্ষুব্ধ সানি এবার একাধিক অজি মিডিয়া এবং সেই দেশের মার্ক ওয়া (Mark Waugh), ম্যাথু হেডেনের (Matthew Hayden) প্রাক্তনকে একেবারে ধুয়ে দিলেন।
কড়া ভাষায় সমালোচনা করে সানি বলেন, " আমাদের সততা নিয়ে যেন প্রশ্ন না করা হয়। স্টিভ স্মিথ আসলে বলেছে ভারতের মাটিতে খেলতে এবং নেতৃত্ব দিতে ও পছন্দ করে। কারণ এখানে প্রতিটি ডেলিভারিই চ্যালেঞ্জের। যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ ঘুরে যেতে পারে। বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কেউই এই ব্যাপারে শব্দ খরচ করছেন না। কিন্তু বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার নাগাড়ে বলে চলেছেন। যা অত্যন্ত বিরক্তিকর। এটা মাথায় রাখতে হবে ভারত ও অস্ট্রেলিয়ার মৈত্রীর ৭৫ বর্ষে পা রেখেছি আমরা। এরকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা এমন কোনও শব্দ ব্যবহার করতে পারেন না, যা রুচিহীনতার পরিচয় দেয়।"
আরও পড়ুন: BGT 2023: কেন রোহিতের বোলারদের উপর বেজায় চটলেন সুনীল গাভাসকর? জানতে পড়ুন
নাগপুরের পর দিল্লির ঘূর্ণি পিচ সমালোচনায় মুখর হয়ে উঠেছিল অজি মিডিয়া। এরমধ্যে আবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে তো আবার 'খারাপ' আখ্যা দিয়েছে আইসিসি। এরপর থেকে আর কোমর বেঁধে নেমে পরেছিল সেই দেশের একাধিক সংবাদমাধ্যম এবং মার্ক ওয়া, হেডেনের মতো প্রাক্তন। এমনকি আহমেদাবাদ টেস্ট শুরু হওয়ার দুটি পিচ তৈরি রাখা হয়েছিল। সেটা নিয়েও বাঁকা কথা বলে দেন মার্ক ওয়া। সেটাই মেনে নিতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি তীব্র প্রতিবাদ জানালেন।
সিনিয়র গাভাসকর বলেছেন, "পিচ তো সবার জন্যই এক। বিদেশ থেকে যখন এখানে অস্ট্রেলিয়া খেলতে এসেছে, তখন এটা মেনে নিতেই হবে ঘরের মাঠের মতো পিচ এখানে পাওয়া যাবে না। ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন তোলা কখনওই উচিত নয়। এমন কিছু শব্দ প্রয়োগ করা উচিত নয়, যা ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন তোলে। সততা কোনও দেশেরই একচেটিয়া ব্যাপার হতে পারে না। আমি অত্যন্ত গর্বিত একজন ভারতীয়। কেউ যদি ভারতীয়দের এবং আমার সম্পর্কে সংশয় প্রকাশ করে, তাহলে আমার মন যা চাইবে, সেটাই বলব।"
বছরের পর বছর ধরেই বর্ডার গাভাসকর ট্রফিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকে। এবার যেন সব সীমানা ছাপিয়ে গিয়েছে। এমন প্রেক্ষাপটে এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।