জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেই বলে রাজকীয় কামব্যাক। প্রথম দিন ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়ে, ৪ উইকেটে ১৫৬ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া (Australia)। কঠিন পিচে ৪৭ রানের লিড নিতেই ক্রিকেট পণ্ডিতরা অজিদের এগিয়ে রাখতে শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া(Team India) এভাবে কামব্যাক করবে, সেটা কেউ ভাবতেও পারেননি। প্রথম দিন বলে হাতে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ম্যাজিক দেখিয়েছিলেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৭ রানে গুটিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও উমেশ যাদব (Umesh Yadav)। ফলে একটা সময় মানসিক ভাবে এগিয়ে থাকলেও মাত্র ৮৮ রানের লিড নিতে পারল স্টিভ স্মিথের (Steve Smith) দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাত্র ২৪ বলে খেলা ঘুরিয়ে দিল রোহিত শর্মার দল। ক্য়ামেরন গ্রিন ও পিটার হ্য়ান্ডসকম্ব দারুণ শুরু করেন। ম্য়াচের রং বদলানোর জন্য় একটা জুটি ভাঙতেই হত ভারতকে। বেশ কিছু মুহূর্ত তৈরি হলেও সাফল্য় মিলছিল না। ভারতের ডিআরএসও প্রথম দিনই শেষ হয়ে যাওয়ায়, সেই বিকল্পও ছিল না। দিনের প্রথম ঘণ্টা অস্ট্রেলিয়ার। কিন্তু এরপরই যেন বল হাতে ম্য়াজিক রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদবের। কত তাড়াতাড়ি ম্যাচের রং বদলে যেতে পারে, আরও এক বার দেখা গেল ইন্দোরে। আগুনে মেজাজে বল করে টেস্ট ক্রিকেটে শততম উইকেটের মালিক হলেন 'বিদর্ভ এক্সপ্রেস'। 




আরও পড়ুন: BGT 2023: ১০৯ রানে অল আউট হয়ে অদ্ভুত যুক্তি দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর


আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: জাদেজার কাণ্ডে রেগে গেলেন সুনীল গাভাসকর! কিন্তু কেন? জানতে পড়ুন


দলের রান যখন ১৮৬, তখন হ্য়ান্ডসকম্বকে ফিরিয়ে এই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে দেন অশ্বিন। ব্যস, সেই শেষের শুরু। এরপর মাত্র ১১ রানে বাকি ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিপক্ষের লোয়ার মিডল অর্ডারকে দুরমুশ করে দেন উমেশ। তাঁর আগুনে পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাকি অজি ব্যাটাররা। উমেশ ১২ রানে ৩, অশ্বিন ৪৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। এর আগে প্রথম দিন ৭৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন জাদেজা। 


একটা সময় পিছিয়ে থাকলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। ম্যাচের এখনও অনেক সময় বাকি। শুভমন গিলকে নিয়ে রোহিত বড় রান করতে পারলে, ভারত এই টেস্টে ফের জাঁকিয়ে বসতেই পারে। দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ১৩ রান তুলেছে ভারতীয় দল। দুই ওপেনার ক্রিজে আছেন। খাতায়-কলমে অজিরা ৭৫ রানে এগিয়ে থাকলেও, বিরাট কোহলি-চেতেশ্বর পূজারা ও বাকিরা দাপট দেখালে এই টেস্ট জিতে হ্যাটট্রিক করা সম্ভব। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)