ওয়েব ডেস্ক: এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন ভূবনেশ্বর কুমার। পাঁচ ম্যাচ খেলার পর দশম আইপিএলের পার্পল ক্যাপ আপাতত তাঁর মাথাতেই শোভা পাচ্ছে। পাঁচ ম্যাচ খেলে ইতিমধ্যে ১৫ উইকেট তুলে নিয়েছেন ভূবি। এরমধ্যে কিংস ইলেভেনের বিরুদ্ধে সোমবারের ম্যাচ একা হাতে করে জিতিয়েছেন তিনি। চার ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ১৫টি উইকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ক্রিকেটের বিনোদন আর শহরে সীমাবদ্ধ নয়, আই পি এল ঘিরে চূড়ান্ত উন্মাদনা দুর্গাপুরে


পার্পল ক্যাপের দৌড়ে ভূবনেশ্বর কুমারের পরেই রয়েছেন আরও এক সানরাইজার্স হায়দরাবাদের বোলার। হ্যাঁ, এবারই প্রথম আফগান হিসেবে আইপিএলে খেলা রশিদ খান রয়েছেন তালিকার দু'নম্বর জায়গায়। যদিও রসিদ খানের উইকেট সংখ্যা মাত্র ৯। মানে ভূবনেশ্বর কুমারের থেকে বেশ খানিকটা পিছিয়ে। এমন পারফরম্যান্সের পর আরও বেশি আত্মবিশ্বাসী ভূবনেশ্বর কুমারও। বলেছেন, 'ছন্দে আছি। অনেক পরিশ্রম করে তবে এবারের আইপিএলে মাঠে নেমেছি। সব ঠিকঠাক হচ্ছে। আমার সতীর্থ বোলাররা মানে, নেহেরা, রশিদ খান, নবি, মোজেসরা ভালো বল করছে বলে, আমার সুবিধাই হচ্ছে।' কিংস ইলেভেন ম্যাচের সেরা হওয়ার পর ভূবনেশ্বর কুমার বলেছেন, 'টি২০ ক্রিকেটের মজাটাই তো এটা। এখানে একেবারে অপ্রত্যাশিত জিনিসও আপনি পেয়ে যেতে পারেন। শুধু নিজের উপর বিশ্বাস রাখলেই হবে। যেমন ১৯তম ওভারে বল করার সময় আমিও আত্মবিশ্বাসী ছিলাম। কারণ, এই কাজটা আমি আগেও করেছি। তাহলে এবার পারব না কেন?'


আরও পড়ুন  আরসিবির বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলে ফুরফুরে মেজাজে মনোজ তিওয়ারি