নিজস্ব প্রতিবেদন:  ৫ নভেম্বর, মঙ্গলবারই একত্রিশে পা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল নেটওয়ার্কে শুভেচ্ছার বন্যা। জন্মদিনে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ভুটানে ছুটির মেজাজে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট বয়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একত্রিশে পা রেখে নস্ট্যালজিক হয়ে পরলেন ক্যাপ্টেন কোহলি। নিজের জন্মদিনে পনেরো বছর আগে ফিরে গেলেন তিনি। নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন। পনেরো বছরের চিকুকে আবেগঘন চিঠি লিখলেন একত্রিশের বিরাট। আবেগঘন সেই চিঠিতে বিরাট লিখেছেন,


চিকু,


প্রথমেই জানাই তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। এটা বলে রাখি, জীবনে অনেক সুযোগ আসবে কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। জীবনে অনেক সময় ব্যর্থ হবে কিন্তু ভেঙে পরবে না। অনেকে তোমাকে ভালোবাসবে, আবার অনেকে অপছন্দও করবে। সেসব নিয়ে ভেবো না, নিজের উপর বিশ্বাস রেখো। স্বপ্নকে ছোঁয়ার জন্য নিজের মনের কথা শোনো।


বিরাট


 



আসলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও অনেক বদলে ফেলেছেন বিরাট কোহলি। পনেরো বছরের বিরাটকে চিঠি লিখে বোধহয় সেই বয়সেই ফিরে যেতে চাইলেন ভারত অধিনায়ক। অথবা বুঝিয়ে দিতে চাইলেন সেই বয়স থেকেই কোন মানসিকতা নিয়ে এগিয়েছেন তিনি।


আরও পড়ুন - রাজকোটের ম্যাচ ঘিরে আশঙ্কার কালো মেঘ! বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতা নিয়ে সংশয়