`অভিযোগ উঠলেই দোষ প্রমাণিত হয় না`, শামিকে চুক্তি থেকে বাদ দেওয়ায় বোর্ডকে তোপ!
শরদিন্দু মুখার্জির মতন প্রাক্তন ক্রিকেটারদের মতে পারফরম্যান্সকে ব্যক্তিগত কোনও বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলা ঠিক নয়।
নিজস্ব প্রতিবেদন: শামির গ্রেডেশন চুক্তি বাতিলে ক্ষুব্ধ প্রাক্তনরা। সরব প্রাক্তন বোর্ড কর্তা বিশ্বরূপ দে।
আরও পড়ুন- ভাগ্নিকে বিয়ে করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শামি!
পারফরম্যান্স সত্ত্বেও মহম্মদ শামিকে ক্রিকেটারদের গ্রেডেশন তালিকা থেকে বিসিসিআই বাদ দেওয়ায় অবাক প্রাক্তনরা। শরদিন্দু মুখার্জির মতন প্রাক্তন ক্রিকেটারদের মতে পারফরম্যান্সকে ব্যক্তিগত কোনও বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলা ঠিক নয়। শরদিন্দু মুখার্জিকে সমর্থন করেছেন প্রাক্তন বোর্ড কর্তা বিশ্বরূপ দেও। তার মতে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে দোষী ভাবা ঠিক নয়। আগে শামি দোষী প্রমাণিত হোন তারপর বিসিসিআই তার বিরুদ্ধে পদক্ষোপ নিক। তবে সিএবির শীর্ষ কর্তারা সামি বিতর্কে ঢুকতে নারাজ।
আরও পড়ুন- হাসিনের ইয়র্কারের পর বোর্ডের রিভার্স সুইংয়ে বোল্ড শামি!
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়