নিজস্ব প্রতিবেদন : কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রবিবারই দেশে ফিরেছেন কুটিনহো,পাউলিনহোরা। তিতের কোচিংয়ে বিশ্বকাপ জিততে না পারলেও নজর কেড়েছে ব্রাজিলের খেলা। তাই তাঁকেই কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - সোনার ব্যাগ পিঠে নিয়ে রাশিয়া ছাড়লেন নেমার


ব্রাজিলের ফুটবলে এক ব্যতিক্রমী ঘটনা। এই প্রথম কোনও অসফল কোচকে ছাঁটাই করল না ব্রাজিলের ফুটবল ফেডারেশন। উল্টে তিতের জন্য আরও চার বছর কোচ থাকার প্রস্তাব দিয়েছে। দেশে ফিরে ৫৬ বছর বয়সী তিতে জানান, "আমি ভবিষ্যত্ নিয়ে এখনই কিছু বলব না। আমি ভবিষ্যত্ নিয়ে ভাবছি না এখন।"


আরও পড়ুন - রুশ প্রধানমন্ত্রীর সামনে ক্রোয়েশিয়া প্রেসিডেন্টের নাচ, ভাইরাল ভিডিও


রাশিয়ায় থাকতেই তিতের কাছে পৌঁছে গিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থার প্রস্তাব। তিতে অবশ্য এখনও তাঁর সিদ্ধান্ত জানাননি। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। আগামী সপ্তাহে ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।