নিজস্ব প্রতিবেদন: দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শারজায় পাকিস্তানের ৪০ ওভারে ৩০৮ রানের টার্গেট তাড়া করে দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ তুলে নিল ভারতের ছেলেরা। প্রথম থেকেই দাপটের সঙ্গে ব্যাট করতে শুরু করে টিম ইন্ডিয়া। মাত্র ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ১১১ রান। তবে তার পরেই ধস নামে ভারতীয় ইনিংসে। ১৬ ওভারের মাথায় ১১৬ রানে ভারত আরও ২ উইকেট হারায়।


তিন উইকেট পড়ে ‌যাওয়ার পর দলের হাল ধরেন সুনীল রমেশও ও অজয় রেড্ডি। সুনীল রমেশ করেন ৯৩ রান ও অজয় রেড্ডি করেন ৬২ রান। ২৫ ওভারের শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ১৯০ রান। শেষপ‌র্যন্ত ৩৮.২ ওভারেই পাকিস্তানের দেওয়া টার্গেট পার করে ‌যায় ভারত।


আরও পড়ুন-রাজ্যের অলাভজনক রেলশাখা বন্ধের প্রস্তাব ঘিরে তরজায় তৃণমূল-বিজেপি


এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩০৮ রান করে তাদের ইনিংস শেষ করে। পাকিস্তানের পক্ষে বদর মুনির অর্ধশতরান(৫৭) করেন। এছাড়াও রিয়াসত খান করে ৪৮ রান। অধিনায়ক নিসার আলি করেন ৪৭ রান।