নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপের দল ঘোষণার আগেই বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। ফ্রেঞ্চ কাপের ফাইনালে ডান হাঁটুতে চোট পেলেন পিএসজি-র দানি আলভেজ। আপাতত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। তারপর রিহ্যাব। সোমবার ব্রাজিলের বিশ্বকাপের দল ঘোষণা হবে। চোট পাওয়া দানি আলভেজকে কি ২৩ জনের দলে রাখবেন ব্রাজিল কোচ তিতে ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বকাপে ব্রাজিল সমর্থক সৌরভ


মঙ্গলবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে চোট পান রাইট ব্যাক দানি আলভেজ। বুধবার ডাক্তারি পরীক্ষার পর দেখা গেছে, লিগামেন্টে চোট পেয়েছেন পিএসজি-র ব্রাজিলিয় তারকা। তিন সপ্তাহ বিশ্রামের পর রিহ্যাবে থাকতে হবে দানি আলভেজকে। তাই ফিট দানি আলভেজকে পেতে বিশ্বকাপের আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই দানি আলভেজকে বিশ্বকাপের দলে রেখে কি ঝুঁকিটা শেষপর্যন্ত নেবেন তিতে, এই প্রশ্ন দানা বাঁধছে।


আরও পড়ুন- ধোনিদের পথে মেসিরা, এবার নু ক্যাম্পে মা তুঝে সালাম


শুক্রবার ব্রাজিলের জাতীয় দলের চিকিত্সক রডরিগো লাসমারের মতে, দানি আলভেজের চোটের যা অবস্থা তাতে বিশ্বকাপের আগে ফিট হওয়া বেশ কঠিন। লেফট ব্যাকে মার্সেলোর বিকল্প হিসেবে অনেক ফুটবলারই রয়েছেন তিতের হাতে। কিন্তু রাইট ব্যাকে ১০৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দানি আলভেজের বিকল্প কে হবেন? সোমবার দল ঘোষণার আগে চিন্তায় তিতে।