প্রয়াত বব উইলিস, শোকপ্রকাশ সৌরভ থেকে লিনেকারের
শোকপ্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকারও।
নিজস্ব প্রতিবেদন : টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি বব উইলিসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটমহলে। বব উইলিসের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা- গ্রাহাম গুচ, অ্যালান ডোনাল্ড, নাসের হুসেন ,বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। শোকপ্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকারও।
বব উইলিসের মৃত্যুতে আবেগঘন বার্তা ইসিবির। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, "বন্ধু হারাল ক্রিকেট।"
গ্রাম গুচ লিখলেন, "বব প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারদের কাছে একজন প্রেরণা ছিলেন। "
অ্যালান ডোনাল্ড লিখলেন, "ওঁনার কাছ থেকে ক্রিকেটের গল্প শোনা দারুণ এক অভিজ্ঞতা। গ্রেট ম্যান তোমার আত্মার শান্তি হোক।"
নাসের হুসেন বলেন, "অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। অসাধারণ সব স্মৃতি।"
কিংবদন্তি পেসারের মৃত্যুতে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি লেখেন, "খুব দুঃখ পেলাম বব উইলিসের মৃত্যুর খবরে।তাঁর আত্মা শান্তি হোক।"
কিংবদন্তির প্রয়াণে আর এক কিংবদন্তি ফুটবলার লিখেছেন, "বব উইলিসের মৃত্যুতে আমরা শোকাহত।আমাদের দেশের একজন মহান বোলার। অনেকবার ওঁনার সঙ্গে দেখা হয়েছে। কাটানো মুহূর্তগুলো অসাধারণ ছিল। বিশেষ করে ওঁর সেন্স অফ হিউমার।"
আরও পড়ুন - প্রয়াত প্রাক্তন ইংল্যান্ড পেসার বব উইলিস