নিজস্ব প্রতিনিধি : আইপিএল বেটিং-কাণ্ডে এবার নাম জড়াল আরবাজ খানের। বলিউড সুপারস্টার সলমন খানের ভাইকে তদন্তের জন্য ডেকে পাঠিয়েছে থানে পুলিশ। থানের কল্যাণ অঞ্চল থেকে মঙ্গলবার পুলিশ সোনু জালান নামের এক বুকিকে গ্রেফতার করে। জেরার মুখে সেই বুকি বেটিং কাণ্ডে আরবাজের জড়িত থাকার কথা জানায়। আদালতের নির্দেশানুযায়ী ২ জুন পর্যন্ত সোনুকে পুলিশি হেফাজতে রাখা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ইংরেজি জ্ঞান কম, ভারতীয়দের উপর আস্থা নেই বিসিসিআইয়ের


থানে পুলিশের অপরাধদমন শাখার সিনিয়র ইন্সপেক্টর প্রদীপ শর্মা বলেছেন, 'জালানের সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ রয়েছে বলে আমাদের সন্দেহ। ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে জালানই দাউদের ডান হাত হিসাবে কাজ করে বলে আমাদের ধারণা। তা ছাড়া ওর সঙ্গে পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের যোগাযোগ রয়েছে। জেরার মুখে ও অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের কাছে স্বীকার করেছে। তা ছাড়া ভারতের প্রচুর হাইপ্রোফাইল লোকজনের সঙ্গেও ওর নিয়মিত যোগাযোগ ছিল।'


আরও পড়ুনআইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে নতুন চার দেশ


জানা গিয়েছে, আইপিএলের এগারোতম সংস্করণে বেটিং করে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা লোকসান হয়েছে আরবাজের। সেই কারণে জালানের কাছ থেকে আরবাজ ক্রমাগত হুমকি ফোনও পাচ্ছিলেন বলে খবর।