জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) বল বাইশ গজে এখনও পড়েনি। এর আগেই প্রচারের কেন্দ্রে নাগপুরের (Nagpur) ভিসিএ স্টেডিয়ামের ?(VCA Stadium) ঘূর্ণি পিচ। অস্ট্রেলিয়া (Australia) তো শুরু থেকেই এই পিচ নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছে, এখন শোনা যাচ্ছে টিম ইন্ডিয়াও (Team India) নাকি এই পিচ নিয়ে একেবারেই খুশি নয়। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নাকি বিরক্তি প্রকাশ করেছেন! সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সরাসরি পিচ নিয়ে মুখ না খুললেও নাকি এই পিচ নিয়ে ব্যাপক অসন্তুষ্ট।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কেন কিউরেটর (Pitch Curator) অভিজিৎ পিপ্রোদের (Abhijeet Piprode) উপর বেজায় চটলেন ঠান্ডা মাথার দ্রাবিড়? বুধবার ভারতীয় দল ঐচ্ছিক অনুশীলন করতে মাঠে এসেছিল। মাঠে এসে দ্রাবিড় নাকি আবিস্কার করেন, পিচ একেবারে ন্যাড়া করে দেওয়া হয়েছে! তিন স্পিনারকে কাজে লাগানোর জন্য দ্রাবিড় প্রথম থেকেই ঘূর্ণি উইকেট চেয়েছিলেন। যদিও এখন টিম ইন্ডিয়ার কোচের পিচ দেখে মনে হয়েছে, ঘূর্ণি পিচ বানাতে গিয়ে কিউরেটর নাকি প্রচুর ক্র্যাক তৈরি করে ফেলেছেন! আর এতেই বেজায় চটলেন দ্রাবিড়। অনেকের মনে হচ্ছে ঘূর্ণি পিচ করতে গিয়ে সেটা বিরাট কোহলি-কে এল রাহুলদের কাছে বুমেরাং না হয়ে যায়! 


আরও পড়ুন: Ranji Trophy Semi Final 2023, BEN vs MP: অনুষ্টুপ-সুদীপের জোড়া শতরানের পরেও লড়াইয়ে রয়েছে আবেশ খানের মধ্যপ্রদেশ


আরও পড়ুন: Rohit Sharma, Border Gavaskar Trophy 2023: পিচ বিতর্ক নিয়ে অজি মিডিয়াকে খোঁচা দিয়ে, প্রথম এগারো নিয়ে মুখ খুললেন রোহিত


দ্রাবিড় জানেন স্পিন বোলিং ভারতের শক্তি। অন্য দিকে এটি অস্ট্রেলিয়ার বড় দুর্বলতা। যদি উইকেটে টার্ন বেশি হয়, তবে এটি ভারতের বোলারদের অনেক সাহায্য করবে এবং বোলাররা অস্ট্রেলিয়ান দলকে চাপে রাখতে পারবে। ফলে ভারতের টেস্ট ও পরবর্তী সময় জয়ের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। অতীতেও ভারতীয় দল স্পিনিং ট্র্যাকের ফাঁদে ফেলে একাধিক প্রতিপক্ষকে নাকানিচোবানি খাইয়েছেন। সেই কারণেই স্পিনিং ট্র্যাক চেয়েছিলেন দ্রাবিড়। কিন্তু সেটা যদি বুমেরাং হয় তাহলে, রোহিতের দলের ফের একবার বিশ্ব টেস্ট ফাইনাল খেলার স্বপ্ন জলাঞ্জলি যাবে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)