জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর এবার কে এল রাহুলও ((KL Rahul) ধামাকা করে দিলেন। তাও মাঠে বল পড়ার আগেই। টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশে কারা থাকবে, সেটা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে কে এল রাহুল মঙ্গলবার স্পষ্ট করে দিলেন যে, অস্ট্রেলিয়াকে (Australia) প্রথম টেস্টে বুঝে নেওয়ার জন্য তিন স্পিনার নিয়েই নাগপুরের বাইশ গজে নামবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2023) প্রথম টেস্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার অনুশীলনের মাঝে সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। সেখানে তাঁকে টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন করা হলে কে এল রাহুল স্পষ্ট বলে দেন, "আমরা তিন স্পিনার নিয়েই মাঠে নামব। কারণ নাগপুরের বাইশ গজে বল টার্ন করবে। তবে প্রথম একাদশ নিয়ে এখানে কথা বলতে চাই না। সকালে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।" 


আরও পড়ুন: Virat Kohli, Border Gavaskar Trophy 2023: প্যাট কামিন্সদের বিরুদ্ধে নামার আগে 'বিরাট' সমস্যায় কোহলি! কিন্তু কী হল?


আরও পড়ুন: Virat Kohli, Border Gavaskar Trophy 2023: কোহলির 'বিরাট' ব্যাটে উড়ে যাবে অস্ট্রেলিয়া! দাবি করলেন রবি শাস্ত্রী


ডেভিড ওয়ার্নার (David Warner), স্টিভ স্মিথদের (Steve Smith) মহড়া নেওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তো আছেনই। তাঁকে ছাড়া ভারতের স্পিন বিভাগ ভাবাই যায় না। চোট সারিয়ে এই টেস্টে কামব্যাক করছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। গত বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে নিজেকে মেলে ধরেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অন্যদিকে লাল বলের পর সাদা বলের ফরম্যাটেও সফল হয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তবে অশ্বিন ও জাদেজার সঙ্গে কে জুটি বেঁধে নামবেন, সেটা কিন্তু খোলসা করেননি ভারতীয় দলের সহ অধিনায়ক। 


ভারতীয় দল তেতে থাকলেও সবচেয়ে নেতিবাচক দিক হল ঋষভ পন্থের (Rishabh Pant) না থাকা। গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন পন্থ। ফলে তাঁকে এই সিরিজে খেলতে দেখা যাবে না। অন্যদিকে পিঠের চোটের জন্য প্রথম দুই টেস্টে নেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। উইকেটকিপার ও শ্রেয়সের জায়গায় কাকে দেখা যেতে পারে? সেটা নিয়ে চলছে জোর চর্চা। যদিও টিম কম্বিনেশন নিয়ে মুখ খুলতে নারাজ কে এল রাহুল। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)