নিজস্ব প্রতিবেদন: পঞ্চান্ন বছর অপেক্ষার ইতি হল না। ইউরো কাপে ১৯৬৬ সালের পর প্রথম কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড (England)। হ্যারি কেনরা স্বপ্ন দেখেছিলেন ইতিহাস লেখার। কিন্তু জর্জিও কিয়েলিনির ইতালির (Italy) কাছে তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জেতে ইতালি। দেশের খেলোয়াড়দের প্রশংসা করে টুইট করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটে বরিস জনসন লেখেন, ইউরো ফাইনালে  (Euro Final) ইতালির বিরুদ্ধে নায়কের মতো খেলেছে ইংল্যান্ড বাহিনী। পেনাল্টি শুটআউটে পরাজয় সত্যিই হৃদয়বিদারক। ইংল্যান্ড যেভাবে খেলেছে তা সত্যিই দেশবাসীকে গর্বিত করেছে। তিনি বলেন, খেলোয়াড়দের আপ্রাণ চেষ্টা সত্যিই প্রশংসনীয়। 




আরও পড়ুন: উইম্বলডন জয় প্রত্যাশিত ছিল না একেবারেই: Samir Banerjee    
আরও পড়ুন: UEFA EURO 2020 Final: ৫৩ বছর পর ইউরো কাপ চ্যাম্পিয়ন ইটালি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)