East Bengal: মেগা ডার্বির আগেই বিরাট ধাক্কা লাল-হলুদে, সুপার কাপ জেতানো নক্ষত্র বদলালেন ক্লাব!
Borja Herrera joins FC Goa on loan From East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল স্প্য়ানিশ মিডফিল্ডারের। এবার কলকাতা ছেড়ে আরবসাগরের তীরবর্তী শহরে পাড়ি দিচ্ছেন বোরহা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। জাতীয় পর্যায়ে ১২ বছর ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। ২০১২ সালে শেষবার ফেডারেশন কাপ জেতা শতাব্দী প্রাচীন ক্লাব, ২০২৪ সালে এসে জিতল কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024 Final)। গত রবি সন্ধ্য়ায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কার্লেস কুয়াদ্রাতের শিষ্য়রা, অতিরিক্ত সময়ে গড়ানো খেলায়, ৩-২ গোলে হারিয়েছে সের্জিও লোবেরার গতবারের চ্য়াম্পিয়ন দলের। কলিঙ্গ সুপার কাপ জেতার রাতেই চলে এসেছিল বুক ভাঙা আপডেট। জানা গিয়েছিল যে, লাল-হলুদ জার্সি তুলে রাখছেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা (Borja Herrera)।
আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলে ট্রফি ঢুকতেই ইমামির বিরাট বার্তা! মশালের লেলিহান শিখায় এবার অগ্নিশপথ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)