Tokyo 2020: কোয়ার্টার ফাইনালে বক্সার Pooja Rani, পদক থেকে এক ধাপ দূরে দেশের মেয়ে
অলিম্পিক্স অভিষেকেই চমক পূজার
নিজস্ব প্রতিবেদন: বক্সিংয়ে ভারতকে পদকের স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন পূজা রানি। তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকের প্রথম ম্যাচ জেতার পাশাপাশি, দেশের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে পূজা চলে গেলেন মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টের কোয়ার্টার ফাইনালে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: তীরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের Deepika Kumari
বুধবার শেষ ষোলোর ম্যাচে ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে পূজা নেমেছিলেন। অলিম্পিক্স অভিযানেই আলজেরিয়ার ইচরাক চাইবকে ৫-০ বাউটে গুঁড়িয়ে দেন পূজা। শেষ আটে উঠে পূজা পদকের আরও কাছে চলে এলেন। এশিয়ান চ্যাম্পিয়ন পূজা রানি বক্সিংয়ে দেশকে পদক এনে দেবে বলেই আশাবাদী বক্সিং মহল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)