Tokyo Olympics 2020: তীরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের Deepika Kumari
অনন্য দীপিকা কুমারী। মার্কিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পৌঁছে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনালে
নিজস্ব প্রতিবেদন: ভুটানের কার্মা ও আমেরিকার মুনিকো ফার্নান্দেজকে হারিয়ে তীরন্দাজি প্রি-কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী (Deepika Kumari)। কার্মাকে ৬-০ উড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই রুদ্ধশ্বাস ম্যাচে দীপিকা ৬-৪ হারিয়ে দেন মুনিকোকে।
মুনিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলে দীপিকার। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হেরে যাওয়া দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ জিতেই দুরন্ত কামব্যাক করেন। এরপর তৃতীয় সেটেও দীপিকা বাজিমাত করেন ২৭-২৫ ব্যবধানে। যদিও চতুর্থ সেটে এসে আবার মুনিকা ২৪-২৫ জিতে নেন। এই ব্যবধানেই পাঁচ নম্বর সেট জিতে দীপিকা পৌঁছে যান প্রি-কোয়ার্টারে।
India’s @ImDeepikaK wins against Jennifer Mucino Fernandez of USA in a 6-4 thriller to qualify for the next round. Stay tuned for more updates.#Archery #Olympics #Cheer4India pic.twitter.com/FYxNc9Wh71
— SAIMedia (@Media_SAI) July 28, 2021
আরও পড়ুন: Tokyo Olympics 2020: পরের রাউন্ডে Deepika Kumari
বুধবার শুটিংয়ে ভারত আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে। এর আগে তরুণ তীরন্দাজ প্রবীণ যাদবকে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। তার আগে অভিজ্ঞ তীরন্দাজ তরুণদীপ রাইকেও বিদায় নিতে হয়েছে অলিম্পিক্স থেকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)