নিজস্ব প্রতিবেদন: ২৬শে ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে ত্রিশ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এই টেস্ট নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এবার সমর্থকদের কথা ভেবেই ২৫ হাজার থেকে ৩০ হাজার করা হল দর্শকাসনের সংখ্যা। ভিক্টোরিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা জানান, গত ৪১ দিনে দক্ষিণের এই রাজ্যে একটিও নতুন করে করোনার কেস ধরা পড়েনি তাই সামান্য বেশী সংখ্যক দর্শকের জন্য প্রবেশাধিকার দেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন -ফিট থাকলে রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া উচিত্ : সচিন



গত মার্চে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষবারের জন্য মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শক সমাগম হয়েছিল। ৮৬০০০ দর্শকের সামনে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।



প্রসঙ্গত, ১৭ই ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এই টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলতে চলেছে ভারত। এর আগে মাত্র একটিই দিন-রাতের টেস্ট খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে  ২০১৯ সালের ২২শে নভেম্বর প্রথম পিঙ্ক বল টেস্ট খেলে টিম ইন্ডিয়া।


 


আরও পড়ুন - দেশেই হবে ভারত-ইংল্যান্ড সিরিজ, প্রকাশিত হল সূচি