ফিট থাকলে রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া উচিত্ : সচিন

ফিটনেস টেস্টে পাশ করলে দু-একদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন হিটম্যান।  

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 10, 2020, 04:53 PM IST
ফিট থাকলে রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া উচিত্ : সচিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুর এনসিএ-তে ১১ ডিসেম্বর রোহিতের ফিটনেস টেস্ট। সেই ফিটনেস টেস্টে পাস করলেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন হিটম্যান।

এদিকে রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে মুখ খুললেন সচিন তেন্ডুলকর। তিনি বলেন, "আমি রোহিতের ফিটনেসের ব্যাপারে জানিনা। এটা বিসিসিআই এবং রোহিত বলতে পারবে। তবে রোহিত শর্মার মতো ক্রিকেটার যদি ফিট থাকে, তবে অবশ্যই অস্ট্রেলিয়া যাওয়া উচিত।"

আরও পড়ুন - রিয়াল ছাড়তে চলেছে জিনেদিন জিদান! জল্পনা তুঙ্গে

বিসিসিআই সূত্রে খবর, চোট সারিয়ে অনেকটাই সুস্থ রোহিত শর্মা। হিটম্যানের হ্যামস্ট্রিং এখন আগের থেকে অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে ১১ তারিখ আশা করা হচ্ছে লেটারমার্কস নিয়ে ফিটনেস টেস্টে পাশ করবেন রোহিত শর্মা। আর ফিটনেস টেস্টে পাশ করলে দু-একদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন হিটম্যান।  

অস্ট্রেলিয়ায় পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে। সুতরাং অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট এবং মেলবোর্নে বক্সিং ডে টেস্টে কোনওভাবেই খেলতে পারবেন না রোহিত শর্মা।  কোয়ারেন্টিন পর্ব শেষে এক সপ্তাহের প্রস্তুতি নিয়ে সিডনি এবং ব্রিসবেনে শেষ দুই টেস্টে খেলার সম্ভাবনা থাকছে রোহিত শর্মার।

আরও পড়ুন - ওয়ান ডে ক্রিকেটে ICC র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলেন কিং কোহলি, দুয়ে হিটম্যান.

.