ওয়েব ডেস্ক: কাল, শুক্রবার সকালে বিশ্বফুটবলে হাইভোল্টেজ লড়াই। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে লাতিন আমেরিকার মেগা ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের ডেরায় মেসিদের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একদিকে মেসি। অন্যদিকে নেইমার। দুই তারকার উপস্থিতিতে জমে যেতে চলেছে শুক্রবারের সকালের দ্বৈরথ। মেগা ম্যাচের আগে অবশ্য কিছুটা ভাল জায়গায় ব্রাজিল। নয়া কোচ টিটে দায়িত্ব নেওয়ার পরই ঘুরে দাঁড়িয়েছে সেলেকাওরা। টানা চার ম্যাচ জিতে আপাতত গ্রুপে শীর্ষে ব্রাজিল। ফর্মে রয়েছেন নেইমার,কুটিনহো,ডগলাস কস্টারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাজকোট টেস্টে কী হল


নেইমারদের মুখোমুখি হওয়ার আগে ভাল জায়গায় নেই আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে জয় পাননি মেসিরা। ব্রাজিলের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে যাওয়ার  আপাতত ছনম্বরে বাউজার দল। গ্রুপের প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করবে। শুক্রবারের মেগা ম্যাচে তাই বেশি চাপে মারাদোনার দেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে আগুয়েরোকে বাদ দিয়েছেন বাউজা। ফরওয়ার্ডে মেসির সঙ্গী হিগুয়াইন। মাঝমাঠে থাকছেন ডিমারিয়া,বিগলিয়া,মাসচেরানোরা। সব মিলিয়ে বেলো হরাইজন্তেতে হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষা।