তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৫৩৭, বিরাট চাপে কোহলিরা

Updated By: Nov 10, 2016, 02:59 PM IST
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৫৩৭, বিরাট চাপে কোহলিরা

ইংল্যান্ড-৫৩৭

ওয়েব ডেস্ক: জো রুট, মইন আলি, বেন স্টোকস। রাজকোট টেস্টে এই তিন ইংরেজ ব্যাটসম্যানের সেঞ্চুরিতে দারুণ জায়গায় চলে গেল ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৫৩৭ রানে। দ্বিতীয় দিনের সব আলো কেড়ে নিলেন বেন স্টোকস। গতকাল রুট-আলি ইংল্যান্ডকে স্বস্তির জায়গায় নিয়ে গিয়েছিলেন। আর আজ স্টোকসের ১২৮ রানের ইনিংসটা ইংল্যান্ডকে এমন একটা জায়গায় দাঁড় করাল যেখান থেকে টেস্ট হারটা বেশ কঠিন।

আরও পড়ুন- আইয়া বড় পাইথনের পেট কেটে যা বের হল

অ্যান্ড্রু ফ্লিনটফের পর ইংল্যান্ডের সবচেয়ে সফল অলরাউন্ডার স্টোকসের মধ্যে ইংরেজ ক্রিকেটমহল ইয়ান বোথামের ছায়া দেখেন। বাংলাদেশ সফরে স্টোকসই ছলিনে সবচেয়ে সফল ইংরেজ ক্রিকেটার। চলতি বছরই বল হাতে টি২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে পরপর চার বলে চারটে ওভার বাউন্ডারি হজম করে ছিলেন। সেই অভিশপ্ত ওভারের পর ভারতে আজই প্রথমবার নেমেছিলেন স্টোকস।

জাদেজা নিলেন ৩ উইকেট। সামি, উমেশ, অশ্বিন দুটি করে। অমিত মিশ্র নিলেন একটি উইকেট।

.