নিজস্ব প্রতিবেদন : ব্রাজিল দলের প্রতীক যেন ওই হলুদ জার্সি। তবে কখনও কখনও ব্রাজিলকে নীল জার্সিতেও পাওয়া গিয়েছে। কিন্তু এই সাদা জার্সিতে দেখা যায়নি ১৯৫৩-র পর থেকে। ১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজ্জো’ বিপর্যয়ের পর এই সাদা জার্সিকে অপয়া বলে ধরেন ব্রাজিলের সমর্থকরা। ১৯৫৩ সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিল দল শেষবার অপয়া সাদা জার্সি পরে খেলেছিল। তার পর আর নয়। কিন্তু এবার কোপা আমেরিকায় সেই অপয়া সাদা জার্সি পরেই নামলেন কুটিনহোরা। আর তাতেই এল বড় জয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  এত বছর পর...! শোয়েব আখতারের নাম উঠতেই জবাব দিলেন সোনালী বেন্দ্রে



কোপা আমেরিকায় ব্রাজিল যে সাদা জার্সিতে খেলবে সেটা আগেই জানা গিয়েছিল। তৃতীয় কিট হিসাবে এই সাদা জার্সি যোগ দিয়েছে ব্রাজিল দলের সঙ্গে। এমনিতে বিশ্বকাপের উন্মাদনার মাঝেই শুরু হয়েছে কোপা। ভারতে সম্প্রচারিত হচ্ছে না। তাই এবার আর সেভাবে কোপা নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা তুলনামূলক কম। তবে ব্রাজিল সমর্থকরা নিশ্চয়ই প্রিয় দলের খোঁজ রাখবেন। দুরন্ত জয় দিয়ে কোপা অভিযান শুরু করল ব্রাজিল। নেইমার নেই। তবে তাঁর অভাব বোধ হল না। বিছানায় শুয়ে সাধারণ দর্শকের মতো টিভিতে ব্রাজিলের খেলা দেখলেন নেইমার। উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারাল ব্রাজিল।


আরও পড়ুন-  নাম ভাঁড়িয়ে ব্যবসা! ব্যাট প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মামলা করলেন সচিন তেন্ডুলকর


কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন নেইমার। তার পর কোপা থেকে ছিটকে যান। ইতিমধ্যে ধর্ষণের অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। সেই মামলা নিয়েও তিনি যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে অবশ্য তারকা নেইমারের অভাব বোধ হল না। ব্রাজিল খেলল দল হিসাবে। দুই গোল করলেন কুটিনহো। একটি গোল এভারটনের। প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি ব্রাজিল। ৫০ মিনিটে প্রথম গোল করেন কুটিনহো। তার ঠিক মিনিট তিনেক পর আরও একটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের শেষ লগ্নে পরিবর্ত হিসাবে নেমে দেখার মতো গোল করেন এভারটন।