Durga Puja 2023 | Ronaldinho: পুজোর কলকাতায় রোনাল্ডিনহো! কোথায় যাবেন, কী করবেন কিংবদন্তি?
Brazilian Legend Ronaldinho Coming To Kolkata On Durga Puja 2023: জল্পনার অবসান। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো জানিয়ে দিলেন যে, তিনি আসছেন কলকাতায়। এবার দুর্গাপুজোয় শহরে মাতবে সাম্বা ম্য়াজিকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলপাগল কলকাতা (Kolkata) ফের দেখতে চলেছে আরেক বিশ্বকাপ জয়ীকে। পেলে (Pele), মারাদোনার (Maradona) মতো কিংবদন্তিদের একাধিকবার পা পড়েছে এই শহরে। এমনকী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে লিওনেল মেসিও (Lionel Messi) প্রথম ম্যাচ খেলেছেন খোদ যুবভারতী ক্রীড়াঙ্গনেই! গত জুলাইয়ে মোহনবাগানের (Mohun Bagan) সৌজন্যে শহরে ঘুরে গিয়েছেন বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। এই শহরের সোনালী ফুটবল ইতিহাসে এবার জুড়তে চলেছে আরও একটি পাতা। এই প্রথম কলকাতায় পা রাখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো (Ronaldinho)। সর্বকালের অন্যতম সেরাদেরই একজন তিনি। ২০০২ সালে বিশ্বকাপ হাতে তোলা রোনাল্ডিনহো স্কিলের জাদুকর। আর কলকাতায় তিনি আসছেন একেবারে দুর্গাপুজোর (Durga Puja 2023) মধ্যেই! বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শামিল হবেন তিনি। রোনাল্ডিনহো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্তারিত কর্মসূচি জানিয়েছেন।
আরও পড়ুন: East Bengal: আঁচ বাড়ল মশালের, বিশ্বকাপ জয়ী এবার মুখ্য মেন্টর, এল নতুন স্পনসরও
আরও পড়ুন: World Cup 2023: পাক দলের জাঁকিয়ে বসেছে ওজন বাড়ার ভয়! কাপযুদ্ধের আবহে অকপট মহাতারকা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)