Brett Lee | World Cup 2023: বিশ্বযুদ্ধে ভারতের `সিওর-শট` ওপেনার কে? লি-র বাজি এই বিধ্বংসী ব্যাটার
World Cup 2023: হাতে আর কয়েক মাস। তারপর ভারতের মাটিতে ক্রিকেটের মেগাইভেন্ট। ফের ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠি হচ্ছে। এই টুর্নামেন্টে ভারতের নিশ্চিত ওপেনার বেছে দিলেন অজি কিংবদন্তি ব্রেট লি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১১-র পর ফের ২০২৩-এ ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ (World Cup 2023)। আগামী বছর আইসিসি-র শোপিস ইভেন্ট চলবে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। বলাই বাহুল্য ভারতের পাখির চোখ এখন বিশ্বকাপেই। ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য রীতিমতো কঠিন প্রতিযোগিতা চলে। ঈশান কিশান (Ishan Kishan), সঞ্জু স্যামসন (Sanju Samson) ও উমরান মালিকের (Umran Malik) মতো প্রতিভাবান ক্রিকেটারদের দলে জায়গা তখনই হয়, যখন কোনও সিনিয়র ক্রিকেটার দলের বাইরে থাকেন। অজি কিংবদন্তি পেসার ব্রেট লি (Brett Lee) এবার বলে দিলেন যে, বিশ্বকাপে এই ব্যাটারই হবে ভারতের নিশ্চিত ওপেনার। লি বেছে নিয়েছেন বিধ্বংসী ব্য়াটার ঈশান কিশানকে। সম্প্রতি ঈশান বাংলাদেশের বিরুদ্ধে আগুনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেদিন ঈশানের ব্যাটিং দেখে মোহিত হয়েছেন লি।
লি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'ওরকম ভয়ংকর ডাবল সেঞ্চুরির পর, ঈশান কিন্তু তার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করে ফেলেছে। জানি না সেটা হবে কিনা! তবে এটা হওয়া উচিত। ছেলেটি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করল। ও যদি এরকম ধারাবাহিকতা ধরে রাখতে পারে, ফিট থাকে আগামী কয়েক মাস, তাহলে ও কিন্তু বিশ্বকাপে সিওর-শট ওপেনার। ঈশানের ব্যাটিং নিয়ে বলতে কিছুটা দেরি হয়ে গেল ঠিকই। তবে কথায় বলে বেটার লেট দ্যান নেভার। ঈশানের থেকে কয়েকদিন আগে যা দেখলাম, তা অসাধারণ। ১৩২ বলে ২১০। ২৪টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। মাঠের সর্বত্র শট মেরেছে। অভাবনীয় ব্য়াটিং। ও চাইলে ট্রিপল সেঞ্চুরিও করতে পারত। সবচেয়ে বড় ব্যাপার ক্রিজের ও প্রান্তে মাস্টার বিরাট কোহলি ছিল। সেদিন শুধুই যে ঈশানের ব্যাটিং মনে ধরেছে তা নয়, ঈশানের ২০০-র পর কোহলির প্রতিক্রিয়া ছিল দেখার মতো। কী অসাধারণ স্পিরিট ও পারস্পরিক আস্থা দুইয়ের মধ্যে।'
আরও পড়ুন: IND vs SL : বদলে গেলেন অধিনায়ক! ৫০ ওভারের দায়িত্বে রোহিত থাকলেও, টি-টোয়েন্টির নেতা হার্দিক
বাংলাদেশে সাদা ও লাল বলের ক্রিকেট খেলতে গিয়েছিল ভারত। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট খেলেছে দুই প্রতিবেশী রাষ্ট্র। এক ম্যাচ হাতে রেখেই লিটন দাসের বাংলাদেশ সিরিজে ২-০ জিতে নিয়েছিল। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়ে মুখ পড়েছিল ভারত। ২০১৫ সালে শেষবার এমএস ধোনির ভারত ১-২ সিরিজ হেরেছিল। এবার হারল রোহিত শর্মার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচে নিয়মরক্ষার ম্যাচ খেলেছিল। আর এই ম্যাচে তাণ্ডবলীলা করেছিলেন ভারতের তরুণ আগ্রাসী ব্যাটার ঈশান। চোটের জন্য রোহিত না খেলায় প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ঈশান। আর সুযোগ পেয়েই তিনি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসই পাল্টে দিয়েছিলেন ব্যাট হাতে রানের সুনামি তুলে। বিশ্বের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান। ভারতীয়দের মধ্যে এর আগে এই কৃতিত্বের অধিকারী ছিলেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা ও বীরেন্দ্র শেহওয়াগ। ঈশান বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে ৫০ ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে ২০০ রানের ইনিংস খেলেছিলেন। তিনি টপকে যান ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে। গেইল ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন। গেইলের সেই ইনিংসে ২০০ রান করতে লেগেছিল ১৩৮টি বল। সেখানে ঈশান ১২টি বল কম খেলেই এই বিশ্বরেকর্ড করলেন।