জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে আগুনে অলরাউন্ড পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ইনিংসের ৮৪ তম ওভারে ব্রিটিশ জোরে বোলার স্টুয়ার্ট ব্রডের ওভারে নিয়েছেন ৩৫ রান (৪, ৫ (ওয়াইড), ৬ (নো বল), ৪, ৪, ৪, ৬, ১ ) টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে এটাই সর্বাধিক রানের রেকর্ড। 'বুম বুম বুমরা'য় মেতেছে বাইশ গজ। এর আগে টেস্টে এক ওভারে সর্বাধিক রান করার রেকর্ড ছিল ব্রায়ান লারার (Brian Lara)। ২০০৩-০৪ সালে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসনের বলে ২৮ রান নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ১৯ বছর পর লারার রেকর্ড ভাঙলেন বুমরা। ক্যারিবিয়ান কিংবদন্তি শুভেচ্ছা জানিয়েছেন বুমরাকে। লারা লেখেন, "তরুণ জসপ্রীত বুমরাকে শুভেচ্ছা জানাতে আপানারা আমার সঙ্গে যোগ দিন। টেস্টে ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ড ভেঙেছে ও। ওয়েল ডান।" বুমরা-লারার পর তালিকায় তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জ বেলি। তিনি ২০১৩ সালে জেমস অ্যান্ডারসনের  বিরুদ্ধে ২৮ রান নিয়েছিলেন। চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি কেশব মহারাজ। তিনি জো রুটের বিরুদ্ধে ২০২০ সালের পোর্ট এলিজাবেথ টেস্টে ২৮ রান করেন।



এজাবাস্টনে ভারতের ইনিংসের  ৮৪ তম ওভারে বল করতে আসেন ব্রড। বুমরাকে প্রথম বলটিই শর্ট করেন তিনি। ব্যাটের কানায় বল লেগে চার হয়ে যায়। দেখে মনে হচ্ছিল, জেমস অ্য়ান্ডারসনকে শর্ট বল করার জন্য তিনি বুমরার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন। সেটা করতে গিয়ে আরও বিপাকে পড়েন ব্রড। দ্বিতীয় বলটা শর্ট করেন। ব্যাটার এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে পাঁচ রান হয়। পরের বলটিও বুমরার ব্যাটের কাণায় লাগে। এ বার তো ছক্কা মারেন অধিনায়ক। গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রিজের বাইরে পা ছিল ব্রডের। ফলে নো বল ডাকা হয়। ফ্রি হিটে ফুলটস উপহার দেন ব্রড। মিড অনের দিয়ে সপাটে চার মারেন বুমরা। পরের বল আবার ব্যাটের কাণায় লেগে চার হয়ে যায়। পরের বলটা ডিপ স্কোয়ার লেগের বাউন্ডারিতে পাঠিয়ে দেন বুমরা। মাটিতেও পড়েও যান ভারতের অধিনায়ক। পঞ্চম বলে একেবার ক্যারিবিয়ান স্টাইলে ছক্কা মারেন। অর্থাৎ পাঁচটি বৈধ বলে ৩৪ রান উঠে যায়। শেষ বলটা ইয়র্কার করেন ব্রড। তাতে এক রান নেন বুমরা। এর ফলে সব মিলিয়ে ব্রডের ওভারে ৩৫ রান ওঠে।


আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: দুরন্ত ব্যাটিংয়ের পর 'বুম বুম বুমরা-র দাপুটে বোলিং, চালকের আসনে ভারত


আরও পড়ুনRavindra Jadeja, ENG vs IND: পন্থের সঙ্গে কোন নজির গড়ে সৌরভের তালিকায় নাম লেখালেন 'স্যর জাদেজা'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)