ডাকাতি করতে গিয়ে গুলি করে খুন ব্রিটিশ ক্রিকেটার
গোটা পৃথিবী যখন আইপিএল জ্বরে মেতে আছে, তখনই ক্রিকেট দুনিয়ায় এক খারাপ ঘটনা ঘটে গেল। ২২ বছর বয়সী লন্ডনের এক ক্রিকেটার ত্রিনিদাদে মারা গেলেন। রবিবার রাতে ডাকাতি করতে গিয়ে গুলি করে খুন হন ওই অল্পবয়সী যুবক।
ওয়েব ডেস্ক: গোটা পৃথিবী যখন আইপিএল জ্বরে মেতে আছে, তখনই ক্রিকেট দুনিয়ায় এক খারাপ ঘটনা ঘটে গেল। ২২ বছর বয়সী লন্ডনের এক ক্রিকেটার ত্রিনিদাদে মারা গেলেন। রবিবার রাতে ডাকাতি করতে গিয়ে গুলি করে খুন হন ওই অল্পবয়সী যুবক।
২২ বছরের প্রতিভাবান ক্রিকেটার আদ্রিয়ান সেন্ট জন মারা যান রবিবার রাতে। তাঁর মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল টুইট করে শোকপ্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি এই খবরে খুবই দুঃখিত। আদ্রিয়ানের পরিবারের পাশে তিনি আছেন। তাছাড়া তাঁর অ্যাকাডেমীর অধিনায়ক ছিলেন আদ্রিয়ান।
প্রতিভাবান ওই ক্রিকেটারের মৃত্যুতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, আদ্রিয়ানের খুনের পিছনে তার হাত আছে বলে। আদ্রিয়ানের প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি খুবই জলি এবং ঠান্ডা মাথার ছেলে ছিলেন।