ওয়েব ডেস্ক: বর্ডোয় স্বপ্নভঙ্গের রাত ইতালির। জার্মানির কাছে নাটকীয় পেনাল্টি শুট আউটে হারতেই হতাশা চেপে রাখতে পারলেন না আজুরির গোলরক্ষক তথা অধিনায়ক বুঁফো। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক। মুলারের শট বাঁচিয়ে দলকে শেষ আটের ম্যাচে লড়াইয়ে রেখেছিলেন ইতালির সেরা তারকা। তবে শেষ রক্ষা হল না। ম্যাচ হেরে নিজের দলকেই যেন ঘুরিয়ে খোঁচা দিলেন বুঁফো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার


প্রতিপক্ষ তিনটি পেনাল্টি মিস করার পরও ম্যাচ জিততে না পারাটা হতাশাজনক। মন্তব্য ইতালির অধিনায়কের। ইউরোর অভিযান শেষ হলেও ফুটবল কেরিয়ারে এখনই ইতি টানছেন না আটত্রিশ বছর বয়সি বুঁফো। চোখের জল ফেললেও দেশের জার্সিতে তিনি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বুঁফো।


আরও পড়ুন বাংলাদেশে জঙ্গি হানার পর সেখানে খেলা নিয়ে অনিশ্চয়তা এই দলটির!