বাংলাদেশে জঙ্গি হানার পর সেখানে খেলা নিয়ে অনিশ্চয়তা এই দলটির!
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়ল। বাংলাদেশের গুলশানে জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে চিন্তিত ইসিবি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে তাদের দেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা সামনের মাসে বাংলাদেশ যাবে। নিরাপত্তা নিয়ে বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেলে তবেই ইংল্যান্ড দল যাবে বাংলাদেশ।
ওয়েব ডেস্ক : ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়ল। বাংলাদেশের গুলশানে জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে চিন্তিত ইসিবি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে তাদের দেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা সামনের মাসে বাংলাদেশ যাবে। নিরাপত্তা নিয়ে বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেলে তবেই ইংল্যান্ড দল যাবে বাংলাদেশ।
আরও পড়ুন-মুস্তাফিজুরের পরিবর্তে অন্য ক্রিকেটারকে নিয়ে নিল সাসেক্স!
বাংলাদেশের অভিজাত এলাকায় জঙ্গী হানার পর সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়ল । ইসিবি জানিয়েছে আগামী মাসে তাদের দেশের বিদেশমন্ত্রকের আধিকারিক এবং ইসিবি-র নিজস্ব নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা বাংলাদেশ গিয়ে নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখবেন । দু মাস ধরে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখবেন । ইসিবি -র মুখপাত্র জানিয়েছেন তারা সবসময় খেলার থেকেও তাদের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে বেশী গুরুত্ব দেন । সবকিছু খতিয়ে দেখার পর ইসিবি সফর নিয়ে চৃড়ান্ত সিদ্ধান্ত নেবে । উল্লেখ করা যায় ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই গত বছর অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং সিনিয়র দলের সিরিজ বাতিল করেছিল।